Ajker Patrika

আদালতে আইনজীবীর কক্ষে আসামির আত্মহত্যার চেষ্টা

ঢামেক প্রতিবেদক
ফাইল ছবি
ফাইল ছবি

পুরান ঢাকায় জজকোর্টে এক আইনজীবীর কক্ষে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন বাদল হোসেন মোল্লা (২১) নামের এক আসামি। আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতাবস্থায় তাঁকে স্বজনেরা ও পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

আহত বাদলের বাবা আব্দুল আলী জানান, তাঁদের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার মহিষা গ্রামে। ঢাকার কদমতলীর জুরাইন মদিনা মসজিদ এলাকায় থাকেন তাঁরা। তিন বছর আগে জুরাইন এলাকায় প্রেমের সম্পর্কের পর আরফান মিয়ার মেয়ে আদ্রিতাকে বিয়ে করেন বাদল।

আব্দুল আলী আরও জানান, তবে বিয়ে মেনে না নিয়ে বাদলের বিরুদ্ধে কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতনের মামলা করে আদ্রিতার পরিবার। মামলার পরপরই বাদলকে দুবাই পাঠিয়ে দেওয়া হয়। ১১ মাস পর দেশে এলে পুলিশ বাদলকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়ে দেয়। আজকে আদালতে বাদলের জামিন দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁর জামিন স্থগিত হয়ে যায়। এ সময় আদালতে আইনজীবীর কক্ষে গিয়ে নিজের কাছে থাকা ব্লেড দিয়ে গলা কেটে ফেলে বাদল।

আব্দুল আলী অভিযোগ করে বাদলের শ্বশুর তাঁকে ব্লেড দিয়েছেন। পরে তাঁকে আদালতের পুলিশের সহায়তায় প্রথমে সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আদালত থেকে এক আসামি আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁকে নাক-কান-গলা বিভাগে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিছানাভর্তি টাকা, বিলাসবহুল গাড়ি ও সোনাদানা মিলল পুলিশ কর্মকর্তার ঘরে

জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা, চূড়ান্ত দলিলে যা যা আছে

খালেদা জিয়ার হাতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দিল ঐকমত্য কমিশন

তিন হলে ভোট গণনা শেষ, কেন্দ্রের ফল ১৪ ঘণ্টা পর

পিআরের জন্য নভেম্বরে গণভোটের প্রস্তাবে অনড় জামায়াত, মানলেই সনদে স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত