Ajker Patrika

রাজধানীতে নবম শ্রেণির ছাত্রীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে নবম শ্রেণির ছাত্রীর ‘আত্মহত্যা’

রাজধানীর কদমতলির শ্যামপুরে একটি বাসায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার। ওই স্কুলছাত্রীর নাম সাজিদা নুর (১৪)। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে কদমতলির পূর্ব শ্যামপুরে বাসায় ঘটনাটি ঘটে। পরিবারের লোকজন সাজিদাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সাজিদার বাবা মো. সালাউদ্দিন জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। বর্তমানে কদমতলির পূর্ব শ্যামপুর তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন তাঁরা। সাজিদা শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। এক ভাই এক বোনের মধ্যে সাজিদা ছিল বড়।

মো. সালাউদ্দিন আরও বলেন, বিদ্যালয়ে ক্লাশপরীক্ষা হচ্ছে সাজিদার। সকালে পরীক্ষা দিতে স্কুলে যায় সে। স্কুল থেকে সময় মতো বাসায় না ফিরে দেরি করে বাসায় ফেরে সে। বাসায় আসার পর সাজিদাকে বকাঝকা করেন মা মনোয়ারা বেগম। দুপুরে খাওয়া–দাওয়া করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় সাজিদা। অনেক সময় পার হয়ে গেলে তাঁদের সন্দেহ হয়। পরে সাজিদাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখতে পান সাজিদা ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে রয়েছে। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত