সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকার বঙ্গবন্ধু রোডে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ নামে জুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি স্টিলের শেডের দ্বিতল ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেলে হঠাৎ করে কারখানাটির ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এক সময় ধোয়ার পরিমাণ বেড়ে যায় ও আগুনের শিখা দেখতে পাই।
বাংলাদেশ ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান সিকদার ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম তিনজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন। তবে এখনো তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ঢাকা-৪ এর উপসহকারী পরিচালক আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ৭ ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লাগে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকার বঙ্গবন্ধু রোডে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ নামে জুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি স্টিলের শেডের দ্বিতল ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেলে হঠাৎ করে কারখানাটির ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এক সময় ধোয়ার পরিমাণ বেড়ে যায় ও আগুনের শিখা দেখতে পাই।
বাংলাদেশ ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান সিকদার ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম তিনজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন। তবে এখনো তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ঢাকা-৪ এর উপসহকারী পরিচালক আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ৭ ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লাগে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাসুদ রানার বিরুদ্ধে দায়িত্ব গ্রহণের পর থেকেই অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেচাল চিকন। রান্না করা ভাত সুস্বাদু। একই চাল দিয়ে রান্না করা যাচ্ছে পোলাও, বিরিয়ানি, তেহারি, খিচুড়ি ও পায়েস। ‘অলরাউন্ডার’ এই ধান আমন ও বোরো—দুই মৌসুমে চাষ করা যায়। রাজশাহীর তানোর পৌরসভার গোল্লাপাড়া মহল্লার স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ তিন বছর আগে জাতটি উদ্ভাবন করেছেন।
২ ঘণ্টা আগেখামারিদের কাছ থেকে কেনার ক্ষেত্রে প্রতি লিটার দুধের দাম ৫ টাকা কমিয়েছে মিল্ক ভিটা। অন্যদিকে বেড়েছে গোখাদ্যের দাম। এই অবস্থায় গবাদিপশু পালনে আগ্রহ হারাচ্ছেন সিরাজগঞ্জের খামারিরা।
২ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুরের পোড়াহাট থেকে রংপুরের তারাগঞ্জ পর্যন্ত ১৭ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক সংস্কার ও পাকাকরণের কাজ শুরু হয় ২০২২ সালে। শেষ হওয়ার কথা ছিল পরের বছর। তবে যথাসময়ে কাজ শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে