Ajker Patrika

আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ জনের মরদেহ উদ্ধার 

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ জনের মরদেহ উদ্ধার 

সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকার বঙ্গবন্ধু রোডে ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ নামে জুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি স্টিলের শেডের দ্বিতল ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। 

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেলে হঠাৎ করে কারখানাটির ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এক সময় ধোয়ার পরিমাণ বেড়ে যায় ও আগুনের শিখা দেখতে পাই। 

বাংলাদেশ ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান সিকদার ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম তিনজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন। তবে এখনো তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

ফায়ার সার্ভিসের ঢাকা-৪ এর উপসহকারী পরিচালক আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ৭ ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লাগে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত