Ajker Patrika

বালুশ্রমিক থেকে দুর্ধর্ষ ডাকাত সরদার টেক্কা: পিবিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুন ২০২৪, ১৮: ৩১
বালুশ্রমিক থেকে দুর্ধর্ষ ডাকাত সরদার টেক্কা: পিবিআই

জীবিকার জন্য বরগুনার আমতলী থেকে ঢাকায় আসেন মজিবর আকন ওরফে টেক্কা। এরপর গাবতলীর আমিনবাজারসহ মিরপুরে দিনমজুর ও বালুশ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কিন্তু এই পেশার আড়ালে টেক্কা গড়ে তোলেন ভয়ংকর এক ডাকাত দল। যারা দিনের আলোতে দিনমজুর আর রাতের আঁধারে ভয়ংকর ডাকাত। 

ছয় বছর আগে ডাকাতির টাকা ভাগাভাগির সময় বিরোধ থেকে এক সদস্যকে হত্যা করে ফেলে দেন তুরাগ নদে। সেই হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গ্রেপ্তার করে টেক্কাকে। তাঁকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এসব তথ্য।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। 

তিনি বলেন, ‘টেক্কার দলটি তুরাগ ও বুড়িগঙ্গা নদীতে বালুর জাহাজ ও ট্রলার থেকে চাঁদাবাজি ও ডাকাতি করত। চাহিদা মতো টাকা না পেলেই শ্রমিকদের অপহরণ করত। ২০১৮ সালে ডাকাতির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে ডাকাত দলের এক সদস্যকে হত্যা করে টেক্কা ও তার সহযোগীরা। হত্যার পরে লাশ তুরাগ নদে ফেলে দেয় তারা।’ 

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে গত ৯ মে ঢাকার মিরপুর ও গাজীপুর থেকে পিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন টেক্কা ও তাঁর সহযোগী শামিম হোসেন। 

কুদরত-ই-খুদা বলেন, সাভার ও আশুলিয়া এলাকায় তুরাগ নদে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন মজিবর ওরফে টেক্কা (৪৯)। তাঁর সঙ্গে ছিল রুহুল আমিন ওরফে লেদু (৪৩), শামিম হোসেন (৩৩) ও আজাহার ওরফে আজাদ (৩৩)। 

গ্রেপ্তার মজিবর আকন ওরফে টেক্কা২০১৮ সালের ১৪ ডিসেম্বর আশুলিয়ায় ডাকাতি করতে যাওয়ার পথে টাকার ভাগাভাগির দ্বন্দ্বে খুন হন আজাদ। পেছন থেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আজাদকে হত্যা করেন লেদুসহ অন্যরা। মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মরদেহ ফেলে দেওয়া হয় তুরাগ নদে। গ্রেপ্তার আসামিরা আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। 

পিবিআই বলছে, আজাদের পরিবার জানত, তিনি গাবতলীতে চাকরি করেন। তবে চাকরির আড়ালে টেক্কার দলে ডাকাতি করতেন আজাদ। এই দলের ক্যাশিয়ার ছিলেন আজাদ। টেক্কার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাঁর সেকেন্ড ইন কমান্ড রুহুল আমিন ওরফে লেদুর বিরুদ্ধে তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত