Ajker Patrika

বুয়েট আবাসিক ভবন থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার, আঘাতের চিহ্ন 

ঢামেক প্রতিবেদক
বুয়েট আবাসিক ভবন থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার, আঘাতের চিহ্ন 

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক ভবন থেকে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শেখ অলিউর রহমান (৫০)। আজ রোববার বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাতে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় চকবাজার থানা-পুলিশ। 

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে বুয়েট মসজিদের পাশের ভবনের পাঁচতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি বুয়েটের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে রং মিস্ত্রির কাজ করতেন। পরিবার নিয়ে বুয়েট স্টাফ কোয়ার্টারে থাকতেন। কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

মৃত অলিউর রহমানের ভাই রশিদ শেখ জানান, তাদের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামে। বাবার নাম শেখ আবুল কালাম। স্ত্রী রানু আক্তার ও ২ ছেলেকে নিয়ে বুয়েটের আবাসিক ভবনের পাঁচ তলায় থাকতেন। আরেক ছেলে থাকেন কামরাঙ্গীরচরে। 

রশিদ শেখ জানান, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। পারিবারিক বিভিন্ন কারণে স্ত্রী ও ছেলেরা তাকে মারধর করত। এ কারণেই তার মৃত্যু হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত