Ajker Patrika

লেকপাড়ে তিন বন্ধুর গল্প, পানিতে পড়ে একজনের মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
লেকপাড়ে তিন বন্ধুর গল্প, পানিতে পড়ে একজনের মৃত্যু

রাজধানীর উত্তরায় লেকপাড়ে তিন বন্ধু মিলে গল্প করার সময় পা পিছলে পানিতে ডুবে গিয়ে তাওসিফ রাহিম (১৫) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ২১ নম্বর বাসার পেছনের লেকে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে নিহত তাওসিফ রাহিমের এবার উত্তরা হাই-স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করার কথা ছিল। সে নোয়াখালী সদরের মোশারফ হোসেন বুলুর ছেলে। উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের ২১ নম্বর বাসায় থাকত সে। 

প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, লেকপাড়ে বসে তাওসিফ রাহিমরা তিন বন্ধু মিলে গল্পগুজব করছিল। হঠাৎ পা পিছলে লেকের পানিতে পড়ে যায় তাওসিফ। পরে বাকি দুই বন্ধুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর প্রায় এক ঘণ্টা পর তাওসিফকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উত্তরার একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তারা আরও বলেন, এদিকে ওই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে তার দুই বন্ধুকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই অমিত হাসান আজকের পত্রিকাকে বলেন, পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে থাকা দুই ছাত্রকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এইআই আরও বলেন, ওই ছাত্রের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত