Ajker Patrika

শ্রীপুর পৌর বিএনপির সভাপতির মৃত্যু, বিএনপির শোক 

রাতুল মণ্ডল, শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৯: ৩৩
শ্রীপুর পৌর বিএনপির সভাপতির মৃত্যু, বিএনপির শোক 

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম। 

অ্যাডভোকেট কাজী খান শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের মৃত ইমামউদ্দিন বেপারীর ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সভাপতি দায়িত্বে ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি মো. আক্তারুল আলম বলেন, মরহুমের জানাজা আজ বুধবার বাদ আছর বেড়াইদেরচালা নিজ বাড়িতে ও বাদ যোহর শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। 

অ্যাডভোকেট কাজী খানের মৃত্যুতে এক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া গাজীপুর জেলা উপজেলা ও পৌর বিএনপি পৃথক শোক বার্তায় শোক জানিয়েছে। 

গত ১৪ মার্চ শ্রীপুরে পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট কাজী খান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. বিল্লাল হোসেন বেপারী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত