Ajker Patrika

ট্রাকমালিক-শ্রমিকদের বৈঠকে ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৬: ৪২
ট্রাকমালিক-শ্রমিকদের বৈঠকে ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজেলের দাম বাড়ানোর পর গণপরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়েছে সরকার। এরপরও ধর্মঘট করছেন ট্রাক-কাভার্ড ভ্যানসহ পণ্য পরিবহনসংশ্লিষ্ট যানবাহনের মালিক-শ্রমিকেরা। এমন পরিস্থিতিতে তাঁদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সচিবালয়ে সোমবার রাত ৮টায় ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। 

ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ধর্মঘট পালন করছেন ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনের মালিক-শ্রমিকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাঁদের। 

৩ নভেম্বর রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা করে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। ৪ নভেম্বর থেকে এই দাম কার্যকর করা হয়েছে। ডিজেলের দাম বাড়ানোর পর ৫ থেকে ৭ নভেম্বর বিকেল পর্যন্ত সারা দেশে গণপরিবহনে ধর্মঘট ছিল। রোববার বিকেলে গণপরিবহনের ভাড়া বাড়ানোর পর ধর্মঘট তুলে নেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত