Ajker Patrika

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৮ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ৮ 

ঢাকার কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনার মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সুজন (৩৯), আলামিন ওরফে রেহান, মিল্টন (৪৩), জাবেদ ওরফে সিরাজুল (৪০), নয়ন ওরফে বাবু (২৮), কামাল (৪৫), আ. রহমান ওরফে সাজ্জাদ (৪৫) এবং মাইক্রোবাস ড্রাইভার কবির (৪৬।

পুলিশ সুপার বলেন, গত ৩১ জানুয়ারি রাতে নাহিদ ও খোকন নামের দুই স্বর্ণ ব্যবসায়ী তাঁতিবাজার থেকে স্বর্ণ বিক্রির ৭১ লাখ টাকা নিয়ে বাসযোগে নবাবগঞ্জ যাচ্ছিলেন। এ সময় র‍্যাব পরিচয়ে দুই জনকে বাস থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে সঙ্গে থাকা টাকা লুট করে ঢাকা-মাওয়া হাইওয়ের সিরাজদিখান এলাকায় ফেলে দেয়। পরদিন এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হলে বাসে থাকা সিসি ফুটেজের তথ্য দেখে প্রথমে ডাকাত আল-আমিন ওরফে রেহানকে গ্রেপ্তার করা হয়।

এসপি আরও বলেন, পরবর্তীতে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একে একে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, লুট করা নগদ ১০ লাখ টাকা, র‍্যাবের ব্যবহৃত লোগো সম্বলিত পাঁচটি জ্যাকেট, একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, হাতকড়া, খেলনা পিস্তল, ফোল্ডিং ব্যাটন, ওয়াকিটকি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত