Ajker Patrika

শাহবাগ থেকে মোবাইল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০৬
শাহবাগ থেকে মোবাইল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ এলাকা থেকে মোবাইল ফোন চোর চক্রের মূল হোতা মো. ফারুক মোল্লাসহ ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চক্রটি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করে আসছে। এসব মোবাইল ফোন দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্প মূল্যে ক্রয় করে বিভিন্ন ধরনের অপরাধ কার্যক্রম করে আসছে।

গ্রেপ্তার অন্যরা হলেন ইমরান খান (২৪), মো. মিলন (২৫), পারভেজ দফাদার (২২), মো. শাম্মু (৩২) ও মো. আবু হানিফ (৩০)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৮৮টি চোরাই মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৫৮৫ টাকা জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত