Ajker Patrika

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: মা-বাবা-বোনের পর চলে গেল ৫ বছরের রোজা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ২২: ২০
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: মা-বাবা-বোনের পর চলে গেল ৫ বছরের রোজা

গত মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জের একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ তানহা ইসলাম রোজা (৫) মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়াল। 

আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিশু রোজার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান রোজার মা মিনা বেগম (২২), বাবা সোহাগ (২২), দেড় বছর বয়সী ছোট বোন তৈয়বা আক্তার, চাচি জেসমিন আক্তার (৩৫) ও অষ্টম শ্রেণি পড়ুয়া চাচাতো বোন তিশা আক্তার। 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনডোর আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল রোজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোজার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে গত মঙ্গলবার ভোর ৪টার দিকে কেরানীগঞ্জ গদারবাগ কালোন্দি এলাকায় একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গুদামের পাশের বসতঘরে ঘুমিয়ে থাকা রোজার মা, দেড় বছর বয়সী ছোট বোন ও অষ্টম শ্রেণি পড়ুয়া চাচাতো বোনের মরদেহ উদ্ধার করা হয়। ভোরে চারজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়। সেখানে রোজার বাবা সোহাগ ও চাচি জেসমিন আক্তারের মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে মোহাম্মদ সাইদ (২৫) নামের একজনকে ছেড়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত