Ajker Patrika

টিকা দিতে এসে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধ নিহত 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৫: ০৯
টিকা দিতে এসে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধ নিহত 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় রমেশ পাল (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমেশ পাল টাঙ্গাইলের মির্জাপুর থানার কুড়িপাড়া গ্রামের চন্দ্রমহল পালের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকালে রমেশ পাল তাঁর নিজ বাড়ি কুড়িপাড়া থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে যাচ্ছিলেন। উপজেলার শ্রীফলতলী এলাকায় পৌঁছালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে কালিয়াকৈর থানার পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

কালিয়াকৈর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত প্রাইভেট কারের চালককে আটক করা সম্ভব হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত