Ajker Patrika

বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তাঁরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৫: ০৯
বাচ্চা কোলে নিয়েই ছিনতাই করতেন তাঁরা

রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোল চত্বর এলাকা থেকে অভিনব কায়দায় ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের আল বারাকা হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মনিকা (২০), মিম ওরফে সমলা (১৯), সোহাগী (২০) ও রিতু (২৪)। মনিকা ও রিতু কোলে বাচ্চা নিয়ে ঘোরেন, আর মিম ও সোহাগী পথচারী সেজে তাদের আশপাশে থাকেন। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বাচ্চা কোলে নিয়েই মনিকা ও রিতু টার্গেট নারী পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। পথচারী তাঁদের আটকানোর চেষ্টা করলে আশপাশ থেকে মিম ও সোহাগী এসে ঝগড়া শুরু করেন। আর এই সুযোগে বাকি দুজন লাপাত্তা হয়ে যান। 

ওসি মহসীন আরও বলেন, মনিকার ১৫ মাস বয়সী এবং রিতুর ৪ বছর বয়সী ছেলে আছে। তাঁরা বাচ্চা কোলে নিয়ে ঘোরেন। এরপর কোনো নারী পথচারী দেখলে তাকে টার্গেট করেন। সুবিধাজনক কোনো স্থানে গিয়ে ওই নারীর মোবাইল ফোন নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। এর মধ্যে পথচারী চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশে থাকা তাঁদের চক্রের বাকি সদস্যরা পথচারী সেজে এসে ধাক্কা বা অন্য কোনো অজুহাতে ঝগড়া শুরু করেন। এই সুযোগে মনিকা ও রিতু পালিয়ে যান। গতকালও একই কায়দায় ছিনতাই করেন তাঁরা। ঘটনাস্থল থেকেই হাতেনাতে মনিকা, রিতু এবং পথচারী সেজে থাকা তাঁদের চক্রের সদস্য মিম ও সোহাগীকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ছিনতাই চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত