টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে অন্যতম সংযোগস্থল হচ্ছে গাজীপুরের টঙ্গী আবদুল্লাহপুর সংযোগ সেতু। গত বুধবার ভোরে সেতুর কিছু অংশ ভেঙে পড়ে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও গতকাল বৃহস্পতিবার সকালে পরিদর্শন শেষ সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
জানা যায়, সেতু ভেঙে যাওয়ায় রাত থেকেই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাই বিকল্প সড়কে রাজধানীতে প্রবেশ করতে দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সকল যানবাহন টঙ্গী মুন্নু গেট এলাকা দিয়ে কামাড়পাড়া সংযোগ সড়ক ব্যবহার করে। সেই সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সকল যানবাহন তুরাগ নদের ওপর আব্দুল্লাহপুর টঙ্গী বেইলি সেতু ব্যবহার করে গাজীপুরসহ দেশের উত্তরাঞ্চলে যান চলাচল শুরু করলেও যানজট নিরসন সম্ভব হয়নি।
গতকাল সকালে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ও সড়কে যানবাহনে ধীর গতি থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে বোর্ড বাজার ও টঙ্গী কালীগঞ্জ সড়কের নিমতলী এলাকা পর্যন্ত ৬ কিলোমিটারেরও বেশি তীব্র যানজট দেখা দেয়। এর আগে পূর্বের নির্দেশনা অনুযায়ী সড়কে যান চলাচল করলে আজ সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যানজট নিরসনে রুট বদল করে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা দেওয়া হয়।
দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সকল যানবাহন টঙ্গী আব্দুল্লাহপুর বেইলি সেতু ব্যবহার করে রাজধানীতে প্রবেশ করবে এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যানবাহন আব্দুল্লাহপুর কামাড়পাড়া টঙ্গী সংযোগ সড়ক ব্যবহার করে গাজীপুরে প্রবেশ করছে। কিন্তু শুক্রবার ছুটির দিন থাকায় অফিসগামী যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও নানা শ্রেণি পেশার মানুষের পোহাতে হয় দুর্ভোগ।
গাজীপুরের ভোগড়া এলাকার পোশাক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রুবাইয়া আজাদ বলেন, ছুটির দিনেও রাজধানীর নিকুঞ্জ এলাকায় কারখানাটির প্রধান কার্যালয়ে যেতে হচ্ছে। তাই সকাল সাড়ে ৯টায় রওনা দিলেও টঙ্গী পর্যন্ত আসতে সময় লেগেছে সাড়ে ৩ ঘণ্টা।
অনাবিল বাসের চালক মো. আলম বলেন, চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগে। যানজটের কারণে বাসের অধিকাংশ যাত্রীরা বাস থেকে নেমে বিকল্প সড়কে চলাচলকারী অটোরিকশা বা হেঁটেই চলে গেছে।
বিআরটিএ প্রকল্পের পরিচালক (এলিভেটেড অংশ) মহিরুল ইসলাম খান বলেন, সড়কে যানজট নিরসনে রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে ভেঙে যাওয়া সেতুটি মেরামতের সিদ্ধান্তও নেওয়া হয়। এ সড়কে চলাচলকারীরা কিছুটা দুর্ভোগ পোহাচ্ছেন। তবে আগামী ১০ দিনের মধ্যে সেতুর মেরামত কাজ শেষ হলে এ সমস্যার সমাধান হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়কে যানবাহন চাপ কমাতে রুট পরিবর্তন করা হয়েছে। টঙ্গীর বেশ কয়েকটি স্থানে ট্রাফিক পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে অন্যতম সংযোগস্থল হচ্ছে গাজীপুরের টঙ্গী আবদুল্লাহপুর সংযোগ সেতু। গত বুধবার ভোরে সেতুর কিছু অংশ ভেঙে পড়ে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করলেও গতকাল বৃহস্পতিবার সকালে পরিদর্শন শেষ সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
জানা যায়, সেতু ভেঙে যাওয়ায় রাত থেকেই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাই বিকল্প সড়কে রাজধানীতে প্রবেশ করতে দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সকল যানবাহন টঙ্গী মুন্নু গেট এলাকা দিয়ে কামাড়পাড়া সংযোগ সড়ক ব্যবহার করে। সেই সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সকল যানবাহন তুরাগ নদের ওপর আব্দুল্লাহপুর টঙ্গী বেইলি সেতু ব্যবহার করে গাজীপুরসহ দেশের উত্তরাঞ্চলে যান চলাচল শুরু করলেও যানজট নিরসন সম্ভব হয়নি।
গতকাল সকালে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ও সড়কে যানবাহনে ধীর গতি থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার থেকে বোর্ড বাজার ও টঙ্গী কালীগঞ্জ সড়কের নিমতলী এলাকা পর্যন্ত ৬ কিলোমিটারেরও বেশি তীব্র যানজট দেখা দেয়। এর আগে পূর্বের নির্দেশনা অনুযায়ী সড়কে যান চলাচল করলে আজ সকাল সাড়ে ১০টার দিকে সড়কে যানজট নিরসনে রুট বদল করে যানবাহন চলাচলে নতুন নির্দেশনা দেওয়া হয়।
দেশের উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী সকল যানবাহন টঙ্গী আব্দুল্লাহপুর বেইলি সেতু ব্যবহার করে রাজধানীতে প্রবেশ করবে এবং রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যানবাহন আব্দুল্লাহপুর কামাড়পাড়া টঙ্গী সংযোগ সড়ক ব্যবহার করে গাজীপুরে প্রবেশ করছে। কিন্তু শুক্রবার ছুটির দিন থাকায় অফিসগামী যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও নানা শ্রেণি পেশার মানুষের পোহাতে হয় দুর্ভোগ।
গাজীপুরের ভোগড়া এলাকার পোশাক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রুবাইয়া আজাদ বলেন, ছুটির দিনেও রাজধানীর নিকুঞ্জ এলাকায় কারখানাটির প্রধান কার্যালয়ে যেতে হচ্ছে। তাই সকাল সাড়ে ৯টায় রওনা দিলেও টঙ্গী পর্যন্ত আসতে সময় লেগেছে সাড়ে ৩ ঘণ্টা।
অনাবিল বাসের চালক মো. আলম বলেন, চৌরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগে। যানজটের কারণে বাসের অধিকাংশ যাত্রীরা বাস থেকে নেমে বিকল্প সড়কে চলাচলকারী অটোরিকশা বা হেঁটেই চলে গেছে।
বিআরটিএ প্রকল্পের পরিচালক (এলিভেটেড অংশ) মহিরুল ইসলাম খান বলেন, সড়কে যানজট নিরসনে রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে ভেঙে যাওয়া সেতুটি মেরামতের সিদ্ধান্তও নেওয়া হয়। এ সড়কে চলাচলকারীরা কিছুটা দুর্ভোগ পোহাচ্ছেন। তবে আগামী ১০ দিনের মধ্যে সেতুর মেরামত কাজ শেষ হলে এ সমস্যার সমাধান হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়কে যানবাহন চাপ কমাতে রুট পরিবর্তন করা হয়েছে। টঙ্গীর বেশ কয়েকটি স্থানে ট্রাফিক পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
১ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৩ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৫ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে