Ajker Patrika

আশ্রয়ণ প্রকল্পের গর্তে ডুবে ২ শিশুর মৃত্যু

  ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আশ্রয়ণ প্রকল্পের গর্তে ডুবে ২ শিশুর মৃত্যু

ঢাকার ধামরাইয়ের শরীফবাগ এলাকার আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন তাদের স্বজনেরা। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ধামরাই ইউনিয়নের শরীফবাগ এলাকার উত্তর-পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের গর্তের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো—ধামরাই ইউনিয়নের শরীফবাগ এলাকার উত্তর-পশ্চিম পাড়ার হাবিবুর রহমানের ছেলে রিয়াজুল (৮) এবং পাশের বাড়ির মো. রুবেলের ছেলে মো. রাজু (৮)। এদের মধ্যে রিয়াজুল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং রাজু মাদ্রাসার শিক্ষার্থী ছিল। 

স্থানীয়রা জানান, আশ্রয়ণ প্রকল্পে নদী থেকে ড্রেজার দিয়ে বালি ফেলে ভরাট করা হচ্ছে। সেই বালির পানিতে বিকেলের দিকে কয়েকজন শিশু মিলে গোসল করতে নামে। এক সময় রিয়াজুল গর্তে পড়ে গেলে রাজু তাকে তোলার জন্য চেষ্টা করে দুজনই পানিতে তলিয়ে মারা যায়। পরে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ সেই গর্ত থেকে উদ্ধার করে স্থানীয়রা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে আমিসহ আরও পুলিশ আসছে। নিহতদের স্বজন ও স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানাতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত