Ajker Patrika

স্বাধীনতার চেতনা নিয়ে দেশ দুর্নীতিমুক্ত করতে হবে: দুদক চেয়ারম্যান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

স্বাধীনতার চেতনা নিয়ে দেশ দুর্নীতিমুক্ত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। শনিবার দুদকের প্রধান কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

দুদক চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্র আমাদের দুর্নীতি দমনে কাজ করার ম্যান্ডেট দিয়েছে। আমরা যেন স্বাধীনতার চেতনা নিয়ে প্রজ্ঞা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করি। দেশকে দুর্নীতিমুক্ত করতে দুদক যেন যথাযথ ভূমিকা রাখতে পারে সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে।’ 

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা স্বাধীনতা এক দিনে অর্জন করিনি। নির্যাতিত বাঙালির মুক্তির দাবিতে জাতির পিতা বঙ্গবন্ধু আজীবন আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। বঙ্গবন্ধুর মহান ও বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলন, সংগ্রামের ফসল আমাদের এ মহান স্বাধীনতা।’ 

মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘আমরা স্বাধীন হয়েছি। এখন আমাদের দেশের মানুষের সব ধরনের সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির সংগ্রামে শামিল হতে হবে। আমরা যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ পাইনি তাদের জন্য এটাই মুক্তিযুদ্ধ।’ 

দুদকে কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘মহান স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল দুর্নীতি, শোষণ ও বৈষম্য থেকে মুক্তি লাভ। সে জন্য স্বাধীনতার চেতনা ধারণ করে সেভাবে জীবনযাপন করতে হবে, আচরণে তার প্রতিফলন ঘটাতে হবে, শুধু বিবৃতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের স্বাধীনতা অর্থবহ হোক, উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করুক।’

কমিশনার (তদন্ত) জহুরুল হক বলেন, ‘বিশ্বের কোনো দেশ এত অল্প সময়ে বাংলাদেশের ন্যায় অর্থনৈতিক উন্নতি অর্জন করতে পারেনি। তবে দুর্নীতির সুচকে আমরা এখনো আশানুরূপ অগ্রগতি অর্জন করতে পারিনি। জাতির পিতা বঙ্গবন্ধু দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেননি। তিনি আজীবন এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধুর কথাগুলো আমাদের জানতে ও মানতে হবে। তা না হলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত