Ajker Patrika

তৃষা আর্ট গ্যালারির উদ্বোধন

বিজ্ঞপ্তি
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১৩: ৪৭
তৃষা আর্ট গ্যালারির উদ্বোধন

মুন্সিগঞ্জের মীরকাদিমে উদ্বোধন হয়েছে তৃষা আর্ট গ্যালারি। মফস্বলে এমন আর্ট গ্যালারির উদ্বোধন ব্যাপক সাড়া জাগিয়েছে। গত শনিবার (৯ মার্চ) মীরকাদিমের রামগোপালপুরে চিত্রশিল্পী আবুল খায়েরের শিল্পচর্চার ৪২ বছর পূর্তি, পঞ্চম একক চিত্রপ্রদর্শনী এবং তৃষা আর্ট গ্যালারির শুভ উদ্বোধন হয়। 

উদ্বোধন করেন বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং জাতীয় তথ্য কমিশনের কমিশনার মাসুদা ভাট্টি, বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী মফিদুল হক, হাঙ্গেরিয়ান দূতাবাসের ঢাকা অফিসের কনসাল মি. স্যান্ডর ওলটেন, ব্ল্যাক মিরর ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান তালুকদার লেনিন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজ্ঞান লেখক সফিক ইসলাম। 

মাসুদা ভাট্টি বলেন, বিক্রমপুরের শিল্পসংস্কৃতির গৌরবজনক ইতিহাস রয়েছে। ঢাকার বাইরে এমন একটি গ্যালারির উদ্বোধন সত্যিই একটি বিস্ময়কর বিষয়। তিনি রাজধানীর বাইরে এমন আর্ট গ্যালারির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি মনে করেন উন্নত বিশ্বের অনেক শহরের মতো তৃষা আর্ট গ্যালারির মাধ্যমে এই অঞ্চলটিও ভবিষ্যতে একটি অনন্য পর্যটন অঞ্চলে রূপ নিতে পারে। 

আবুল খায়েরের শিল্পের নান্দনিকতায় তিনি বিস্মিত এবং অভিভূত বলে জানিয়েছেন বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। তিনি আবুল খায়েরের শিল্পসত্তার সাফল্য কামনা করেন। 

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মোখলেসুর রহমান তালুকদার লেনিন বলেন, আবুল খায়ের একজন জাত শিল্পী। কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি চিত্রকলায় যে সাফল্য অর্জন করেছেন তা দেখে যে কেউ বিস্মিত হবেন বলে মনে করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিল্প-সংস্কৃতি চর্চার বিকাশে স্থানীয় ধনিক শ্রেণির এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাটাহেড প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজান ফরীদ, লেখক কাজী মহম্মদ আশরাফ, কবি করিম রেজা, চিত্রশিল্পী শেখ মহম্মদ জনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তৃষা আর্ট গ্যালারির প্রদর্শনী আগামী দুই সপ্তাহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত