গোপালগঞ্জ প্রতিনিধি
রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ডাকাতি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাতে প্রেসক্লাবের সামনে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ৪৩ হাজার জাল টাকা এবং জাল টাকা বিক্রির নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়। পাশাপাশি একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হাবিবুর রহমান (৪০) গোপালগঞ্জ সদর উপজেলার হারিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে। তাঁর সহযোগী রিপন শেখ বাটু (৩৭) একই গ্রামের নওশের আলী শেখের ছেলে।
তাঁদের মধ্যে হাবিবুরের বিরুদ্ধে তুরাগ থানায় ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ডাকাতিসহ দুটি এবং রিপনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় দুটি মামলা রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, কেনাকাটা করার সময় জালটাকা দেওয়ার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে থেকে হাবিবুরকে এবং জেনারেল হাসপাতালের সামনে থেকে রিপন শেখ বাটুকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এবং প্রাইভেটকারের ভেতর থেকে মোট ২ লাখ ৪৩ হাজার জাল টাকা ও নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।
ওসি বলেন, শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ডাকাতি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাতে প্রেসক্লাবের সামনে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাঁর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ৪৩ হাজার জাল টাকা এবং জাল টাকা বিক্রির নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়। পাশাপাশি একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হাবিবুর রহমান (৪০) গোপালগঞ্জ সদর উপজেলার হারিদাসপুর গ্রামের হিরু শেখের ছেলে। তাঁর সহযোগী রিপন শেখ বাটু (৩৭) একই গ্রামের নওশের আলী শেখের ছেলে।
তাঁদের মধ্যে হাবিবুরের বিরুদ্ধে তুরাগ থানায় ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ডাকাতিসহ দুটি এবং রিপনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় দুটি মামলা রয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, কেনাকাটা করার সময় জালটাকা দেওয়ার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে থেকে হাবিবুরকে এবং জেনারেল হাসপাতালের সামনে থেকে রিপন শেখ বাটুকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এবং প্রাইভেটকারের ভেতর থেকে মোট ২ লাখ ৪৩ হাজার জাল টাকা ও নগদ ৩ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।
ওসি বলেন, শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৫ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে