সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় বিয়ে দিতে রাজি না হওয়ায় মেয়ের বাবা-মাকে পিটিয়ে গুরুতর জখম করেছেন ছেলের বাবাসহ সহযোগীরা। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মা। আজ শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার (এসআই) এমদাদুল হক।
মামলার অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আমানুল্লাহ মাদবরের ছেলে মো. কালাম মাদবর (৫৫), মৃত বাঘা হাসানের ছেলে মো. আসাদুল (৪০), মো. মুকুল (৪৫), মৃত লাল মিয়া মৃধার ছেলে মো. আবুল বাসার (৪৮), গিয়াস উদ্দিনের ছেলে মো. শাওন (২৫), মো. রাসেলসহ (৩৫) অজ্ঞাতনামা তিন-চারজন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ভুক্তভোগীদের নাবালিকা মেয়ের (১৪) সঙ্গে আসামি কালাম মাদবর তাঁর ছেলে বুলবুল মাদবরের বিয়ের প্রস্তাব দেন। এই প্রস্তাবে রাজি না হওয়ায় দেড় বছর ধরে ক্ষিপ্ত হয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন কালাম মাদবর। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে ভুক্তভোগীকে একা পেয়ে পূর্ব নরসিংহপুর এলাকার একটি মার্কেটের গলিতে ৪ নম্বর আসামি আবুল বাশার ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা আসামিরা তাঁর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় ভুক্তভোগীর স্ত্রী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর স্বামীকে রক্ষা করতে চাইলে তাঁকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে আজ আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে ইয়ারপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মো. জলিল উদ্দিন ভুঁইয়া রাজন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তাঁদের মাথায় ও পায়ে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান রয়েছে।
সাভারের আশুলিয়ায় বিয়ে দিতে রাজি না হওয়ায় মেয়ের বাবা-মাকে পিটিয়ে গুরুতর জখম করেছেন ছেলের বাবাসহ সহযোগীরা। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মা। আজ শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার (এসআই) এমদাদুল হক।
মামলার অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আমানুল্লাহ মাদবরের ছেলে মো. কালাম মাদবর (৫৫), মৃত বাঘা হাসানের ছেলে মো. আসাদুল (৪০), মো. মুকুল (৪৫), মৃত লাল মিয়া মৃধার ছেলে মো. আবুল বাসার (৪৮), গিয়াস উদ্দিনের ছেলে মো. শাওন (২৫), মো. রাসেলসহ (৩৫) অজ্ঞাতনামা তিন-চারজন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ভুক্তভোগীদের নাবালিকা মেয়ের (১৪) সঙ্গে আসামি কালাম মাদবর তাঁর ছেলে বুলবুল মাদবরের বিয়ের প্রস্তাব দেন। এই প্রস্তাবে রাজি না হওয়ায় দেড় বছর ধরে ক্ষিপ্ত হয়ে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন কালাম মাদবর। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে ভুক্তভোগীকে একা পেয়ে পূর্ব নরসিংহপুর এলাকার একটি মার্কেটের গলিতে ৪ নম্বর আসামি আবুল বাশার ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা আসামিরা তাঁর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় ভুক্তভোগীর স্ত্রী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর স্বামীকে রক্ষা করতে চাইলে তাঁকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে আজ আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে ইয়ারপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মো. জলিল উদ্দিন ভুঁইয়া রাজন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তাঁদের মাথায় ও পায়ে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলমান রয়েছে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাছে ভাইরাস সংক্রমণ আর বন্যার কারণে মাছচাষিরা দুশ্চিন্তায় পড়েছেন। তাঁরা বলছেন, ভাইরাসের কারণে মাছ মরছে। সেই সঙ্গে টানা বৃষ্টিপাত ও অস্বাভাবিক জোয়ারে উপজেলার অনেক ঘের, পুকুর, খালের মাছ ভেসে যাচ্ছে। মাছচাষিরা দাবি করছেন, তাঁদের অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
১০ মিনিট আগেঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ে হওয়া সেই ছাত্রী অবশেষে স্কুলে ফিরতে পেরেছে। আজ বুধবার সকালে স্বরূপপুর-কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করে সে। এতে খুশি তার সহপাঠী ও পরিবার।
২২ মিনিট আগেঅবৈধভাবে পাহাড় কাটার দায়ে বান্দরবানের লামায় বেসরকারি প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২৬ মিনিট আগেরাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের পরিবারের কাছ থেকে চাঁদাবাজির মাসখানেক আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ কয়েকজন আরও এক এমপির কাছ থেকে চাঁদা নেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪০ মিনিট আগে