Ajker Patrika

মেরাদিয়ায় পশুর হাট বসানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৪: ২৮
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর বনশ্রী এলাকার মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খালি জায়গায় পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বনশ্রীর স্থানীয় বাসিন্দা মো. শাহাব উদ্দিন শিকদারের করা রিটের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

গতকাল সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার রুলসহ এ আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ ও জহিরুল ইসলাম।

আজ মঙ্গলবার আইনজীবী জহিরুল ইসলাম আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, ‘আবাসিক এলাকায় গরুর হাট বসানো যায় না। এর পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে। বিষয়টি নিয়ে রিটের পর হাইকোর্ট পশুর হাট বসানোর ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন এবং রুল জারি করেছেন।’

স্থানীয় সরকার সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকা মহানগর পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত