Ajker Patrika

দেশে পৌঁছেছে চীনের ১০ লাখ টিকা

উত্তরা-বিমানবন্দর প্রতিবেদক
আপডেট : ১৮ জুলাই ২০২১, ০১: ২৩
Thumbnail image

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে সিনোফার্মের ১০ লাখ টিকা বাংলাদেশে পৌঁছেছে। শনিবার রাত পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে এসব টিকা এসেছে। 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। 

জনসংযোগ কর্মকর্তা জানান, চীন থেকে সিনোফার্মের ১০ লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। আরও ১০ লাখ টিকা আজ দিবাগত রাত ৩টায় পৌঁছাবে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে চীনের থেকে আসা সিনোফার্মের ১০ লাখ টিকা

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমএনসিএইচ) মো. শামসুল হক এসব টিকা গ্রহণ করেন। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (জনস্বাস্থ্য) অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবুল হক, জনস্বাস্থ্য-২–এর উপসচিব মু. জসিম উদ্দিন খান, প্রোগ্রাম ম্যানেজার (এপিআই) ডা. মাওলা বক্সসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সিনোফার্মের কাছ থেকে কেনা দেড় কোটি ডোজ টিকা তিন মাসের মধ্যে দেশে আসার কথা। গত ৩ ও ৪ জুলাই চুক্তির ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।

এ ছাড়া দুই দফায় চীন থেকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত