Ajker Patrika

উত্তরায় বিদেশি মদসহ গ্রেপ্তার ৫

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরায় বিদেশি মদসহ গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ২২৫ লিটার বিদেশি মদ ও দুটি প্রাইভেটকারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

উত্তরার জসিম উদ্দিন ও হাউজবিল্ডিং এলাকায় আজ শুক্রবার রাত পৌনে ৩টা থেকে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রুস্তম আলী (৫০), মো. জসিম উদ্দিন (৩২), পলাশ সিকদার (৩৯), মনতোষ অধিকারী (৩৬) ও তানভির আহমেদ (৪১)। 

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জসিম উদ্দিন এভিনিউ এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ রোস্তম আলী নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রাইভেটকার থেকে ১৫৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে।’

পারভেজ রানা বলেন, ‘অপর একটি অভিযানে আরেকটি প্রাইভেটকারসহ জসিম উদ্দিন, পলাশ সিকদার, মনতোষ অধিকারী ও তানভির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭২ লিটার বিদেশী মদ জব্দ করা হয়েছে।’

এ ঘটনায় উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত