Ajker Patrika

হাওরে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে ছাত্রলীগের নেতা নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২২, ১৫: ৩২
হাওরে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে ছাত্রলীগের নেতা নিখোঁজ

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব (২৮) ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়েছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ জানান, নিখোঁজ হাবিবুল্লাহ হাবিব সাত বন্ধুসহ গত মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার করিমগঞ্জ উপজেলার বালিখলা ট্রলারঘাট থেকে একটি রিজার্ভ ট্রলারে মিঠামইন হাওরে ঘুরতে যান। বিকেলে মিঠামইন থেকে বালিখলায় আসার সময় ট্রলার থেকে পড়ে হাবিবুল্লা হাবিব নিখোঁজ হন। এ সময় ঝোড়ো বাতাসে হাওরে উত্তাল ঢেউ ছিল।

জানা গেছে, নিখোঁজ হাবিবুল্লাহ হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া বিসিক এলাকার হাজি ইদ্রিস আলীর ছেলে এবং কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান মহাবিদ্যালয়ের স্নাতকের ছাত্র।

হাবিবুল্লাহ হাবিবকে উদ্ধারে গতকাল মঙ্গলবার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু প্রবল ঢেউয়ের কারণে উদ্ধার অভিযান ব্যর্থ হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, ‘রাতে হাওরের ভয়ংকর রূপ ছিল। তাই আজ বুধবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করেছি। হাবিব হাওরের কোন অংশে পড়ে নিখোঁজ হয়েছেন তা জানা যায়নি। আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত