Ajker Patrika

মানিকগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদী থেকে স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৪: ১৭
মানিকগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদী থেকে স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর মানিকগঞ্জের কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় সামিয়া ইসলাম (১৫) নামের এক স্কুলশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে জেলা সদরের পৌরসভার কুশেরচর এলাকায় এই ঘটনা ঘটে। 

উদ্ধার হওয়া সামিয়া ইসলাম কুমিল্লার চান্দিনা থানার পরচঙ্গা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং সুরেন্দ্র কুমার সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে লাইটম্যানের চাকরির সুবাদে সাইফুল ইসলাম শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ, নিখোঁজের পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ২ মার্চ বিকেলে গঙ্গাধরপট্টি এলাকার ভাড়া বাসা থেকে পৌরসভার দক্ষিণ সেওতায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় সামিয়া ইসলাম। এরপর সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও সামিয়া ইসলাম বাসায় না ফেরায় রাতেই পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 

আজ সকাল ১০টার দিকে মানিকগঞ্জ পৌরসভার কুশেরচর এলাকার কালীগঙ্গা নদীর কচুরিপানার ভেতর ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিখোঁজের পরিবারকে খবর দিলে তাঁরা সামিয়া ইসলামের লাশ শনাক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত