নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেপ্তার হওয়া দম্পতি হলেন ফারুক (৫২) ও রানী আক্তার। তাঁদের কাছে সোনার বৈধ কাগজপত্র দেখাতে বললে তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে এই দম্পতির বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার জিয়াউল হক জানান, আজ ভোরে এপিবিএন এবং এনএসআইয়ের যৌথ অভিযানকারী দল বহুতল কার পার্কিং এলাকায় ওই দম্পতিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এপিবিএন ও এনএসআইয়ের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভোর ৪টা ৪০ মিনিটে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং এনএসআইয়ের সদস্যরা তাঁদের আটক করেন।
এরপর বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে আসামি ফারুকের প্যান্টের ডান ও বাম পকেট থেকে সাদা টিস্যু দিয়ে মোড়ানো ৬টি সোনার চেইন, ৯টি চুড়ি, ২টি হারসহ মোট ৭৯৬ গ্রাম সোনার অলংকার পাওয়া যায়। এসব সোনার বাজারমূল্য ৭০ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
জিয়াউল হক আরও জানান, অপর আসামি রানী আক্তারের কাছে থাকা একটি লেডিস ব্যাগের ভেতর থেকে সাদা টিস্যু মোড়ানো সোনার ৬০টি চুড়ি, ৯টি সোনার আংটি, ৫টি কানের দুল, ১টি ব্রেসলেট, ৫টি গলার হার, ৪টি লকেট ও ৩টি চেইন পাওয়া যায়। জব্দ করা এসব স্বর্ণের ওজন ৮০১ গ্রাম ও বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান করে আসছিলেন এবং সোনা চোরাচালান দলের সক্রিয় সদস্য। এ ছাড়া সোনাগুলো তাঁরা জনৈক এমদাদ নামক এক ব্যক্তির কাছ থেকে গ্রহণ করেছেন। এই সোনাগুলো সোলাইমান নামের একজন সৌদিপ্রবাসী সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশে পাঠান। এরপর এই স্বর্ণগুলো এমদাদের কাছে আসে আর এমদাদ আসামিদের কাছে দিয়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
গ্রেপ্তার হওয়া দম্পতি হলেন ফারুক (৫২) ও রানী আক্তার। তাঁদের কাছে সোনার বৈধ কাগজপত্র দেখাতে বললে তাঁরা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে এই দম্পতির বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার জিয়াউল হক জানান, আজ ভোরে এপিবিএন এবং এনএসআইয়ের যৌথ অভিযানকারী দল বহুতল কার পার্কিং এলাকায় ওই দম্পতিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এপিবিএন ও এনএসআইয়ের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভোর ৪টা ৪০ মিনিটে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং এনএসআইয়ের সদস্যরা তাঁদের আটক করেন।
এরপর বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে আসামি ফারুকের প্যান্টের ডান ও বাম পকেট থেকে সাদা টিস্যু দিয়ে মোড়ানো ৬টি সোনার চেইন, ৯টি চুড়ি, ২টি হারসহ মোট ৭৯৬ গ্রাম সোনার অলংকার পাওয়া যায়। এসব সোনার বাজারমূল্য ৭০ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
জিয়াউল হক আরও জানান, অপর আসামি রানী আক্তারের কাছে থাকা একটি লেডিস ব্যাগের ভেতর থেকে সাদা টিস্যু মোড়ানো সোনার ৬০টি চুড়ি, ৯টি সোনার আংটি, ৫টি কানের দুল, ১টি ব্রেসলেট, ৫টি গলার হার, ৪টি লকেট ও ৩টি চেইন পাওয়া যায়। জব্দ করা এসব স্বর্ণের ওজন ৮০১ গ্রাম ও বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান করে আসছিলেন এবং সোনা চোরাচালান দলের সক্রিয় সদস্য। এ ছাড়া সোনাগুলো তাঁরা জনৈক এমদাদ নামক এক ব্যক্তির কাছ থেকে গ্রহণ করেছেন। এই সোনাগুলো সোলাইমান নামের একজন সৌদিপ্রবাসী সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেশে পাঠান। এরপর এই স্বর্ণগুলো এমদাদের কাছে আসে আর এমদাদ আসামিদের কাছে দিয়েছেন।
সকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
৪ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
৪ ঘণ্টা আগেকারও তিনতলা বাড়ি আছে, কেউ চড়ে প্রাইভেট কারে—তবু পেশা দিনমজুর। এভাবে রাজশাহী মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে বেড়ে গেছে দিনমজুরের সংখ্যা। কথা বলে জানা গেল, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড পেতে এমন চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এতে বঞ্চিত হয়েছে দুস্থরা।
৪ ঘণ্টা আগেগোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দি এলাকায় প্রেমানন্দ হালদার (৮০) নামের এক বৃদ্ধ ট্রাকচাপায় নিহত হয়েছেন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে