নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধের আহ্বান ও ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের দাবিও জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বর্তমান বিশ্বকে এক ভয়াবহ জায়গায় নিয়ে গেছে। প্রতিদিন এ যুদ্ধে ৬০০ থেকে ১ হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও বিশ্ব তেল বাজারকে বেসামাল করে দিয়েছে। ডলারের বিপরীতে রুবল এবং রুবলের বিপরীতে ডলারের দ্বন্দ্ব আন্তর্জাতিক মুদ্রাবাজারকে চরম অস্থিতিশীল করে দিয়েছে।’
বক্তারা জানান, বাংলাদেশসহ বিশ্বের অনেক ছোট ছোট দেশ এ যুদ্ধের ফলে বিরাট আর্থিক সংকটে পতিত হয়েছে। প্রত্যেকটি দেশে ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে এ যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই। দ্রুত আলোচনার মাধ্যমে এ যুদ্ধ বন্ধ করতে হবে।
ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যার প্রসঙ্গে বক্তারা বলেন, গত ১১ মে আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে কর্তব্যরত অবস্থায় জায়নবাদী ইসরায়েলি বাহিনী যেভাবে গুলি করে হত্যা করে তা গোটা বিশ্বের বিবেককে প্রকম্পিত করেছে। বুকে পিঠে বড় করে প্রেস লেখা থাকা সত্ত্বেও সাংবাদিক শিরিনকে গুলি করে হত্যা করা হয়। যা যুদ্ধ সংক্রান্ত অবশ্যপালনীয় জেনেভা চুক্তির চরম লঙ্ঘন।
এই হত্যার বিচার দাবি করে বক্তারা বলেন, সাংবাদিক শিরিন হত্যার ঘটনা থেকে আবারও প্রমাণিত হলো জায়নবাদী ইসরায়েলি বাহিনী কোনো আন্তর্জাতিক আইন, চুক্তি এবং রীতিনীতির তোয়াক্কা করে না। সুতরাং বাংলাদেশ শান্তি পরিষদ মনে করে, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে শিরিন হত্যাসহ ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে হবে। সভায় রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শান্তি পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান।
বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শান্তি পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাহফুজা খানম, প্রাক্তন মন্ত্রী জনাব দিলীপ বড়ুয়া, প্রাক্তন এমপি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, অ্যাম্বাসেডর মমতাজ হোসেনসহ প্রমুখ।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধের আহ্বান ও ইসরায়েলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের দাবিও জানিয়েছেন তারা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বর্তমান বিশ্বকে এক ভয়াবহ জায়গায় নিয়ে গেছে। প্রতিদিন এ যুদ্ধে ৬০০ থেকে ১ হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও বিশ্ব তেল বাজারকে বেসামাল করে দিয়েছে। ডলারের বিপরীতে রুবল এবং রুবলের বিপরীতে ডলারের দ্বন্দ্ব আন্তর্জাতিক মুদ্রাবাজারকে চরম অস্থিতিশীল করে দিয়েছে।’
বক্তারা জানান, বাংলাদেশসহ বিশ্বের অনেক ছোট ছোট দেশ এ যুদ্ধের ফলে বিরাট আর্থিক সংকটে পতিত হয়েছে। প্রত্যেকটি দেশে ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে এ যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই। দ্রুত আলোচনার মাধ্যমে এ যুদ্ধ বন্ধ করতে হবে।
ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যার প্রসঙ্গে বক্তারা বলেন, গত ১১ মে আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে কর্তব্যরত অবস্থায় জায়নবাদী ইসরায়েলি বাহিনী যেভাবে গুলি করে হত্যা করে তা গোটা বিশ্বের বিবেককে প্রকম্পিত করেছে। বুকে পিঠে বড় করে প্রেস লেখা থাকা সত্ত্বেও সাংবাদিক শিরিনকে গুলি করে হত্যা করা হয়। যা যুদ্ধ সংক্রান্ত অবশ্যপালনীয় জেনেভা চুক্তির চরম লঙ্ঘন।
এই হত্যার বিচার দাবি করে বক্তারা বলেন, সাংবাদিক শিরিন হত্যার ঘটনা থেকে আবারও প্রমাণিত হলো জায়নবাদী ইসরায়েলি বাহিনী কোনো আন্তর্জাতিক আইন, চুক্তি এবং রীতিনীতির তোয়াক্কা করে না। সুতরাং বাংলাদেশ শান্তি পরিষদ মনে করে, এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ইসরায়েলি বাহিনীকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে শিরিন হত্যাসহ ইসরায়েলি বাহিনীর দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে হবে। সভায় রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শান্তি পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান।
বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শান্তি পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাহফুজা খানম, প্রাক্তন মন্ত্রী জনাব দিলীপ বড়ুয়া, প্রাক্তন এমপি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, অ্যাম্বাসেডর মমতাজ হোসেনসহ প্রমুখ।
নেত্রকোনায় বিকাশকর্মী রিজন তালুকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনা বিকাশসহ সব কটি মোবাইল ব্যাংকিং কর্মী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন হয়।
৫ মিনিট আগেসিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি দুই সপ্তাহ ধরে ধীরগতিতে বাড়লেও তিন দিন ধরে দ্রুতগতিতে বাড়ছে। এরই মধ্যে বিপৎসীমার কাছাকাছি গিয়ে চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে। সেই সঙ্গে ফুলজোড়, করতোয়াসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বেড়েছে। তবে এবার জেলায় বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
৩০ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দরে ডাকাতি করতে এসে নিজের ছোড়া হাতবোমার আঘাতে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয়েছে দুজন। আজ শনিবার ভোরে উপজেলার কলাগাছিয়া বাজারে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেরাজশাহী নগরের কাদিরগঞ্জে কোচিং সেন্টার ঘিরে যৌথ বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। অভিযানটি আজ শনিবার সকালে শুরু হয়। এ সময় আটক হন মোন্তাসেবুল আলম অনিন্দ্য নামের এক তরুণ। তিনি একজন ইংরেজির শিক্ষক এবং ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টারের মালিক।
৪৪ মিনিট আগে