Ajker Patrika

আওয়ামী লীগ জনগণের ভাগ্য বদলের জন্য কাজ করে: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২৩, ২২: ৩২
আওয়ামী লীগ জনগণের ভাগ্য বদলের জন্য কাজ করে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘মানুষকে জিম্মি করে ভাগ্য বদলের দল আওয়ামী লীগ নয়; আওয়ামী লীগ জনগণের দল। জনগণের ভাগ্য বদলের জন্য কাজ করে। বঙ্গবন্ধু দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নের জন্য জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত দিয়েছেন। আমরা তাঁর কর্মী। জনগণের কল্যাণের জন্যই সব সময় কাজ করি।’

আজ বৃহস্পতিবার রাতে মধুপুর পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এক সভায় তিনি এসব কথা বলেন। 

আব্দুর রাজ্জাক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনেক অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা করবে। তাঁদের বিরুদ্ধে সকল নেতা–কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, আগামীকাল শুক্রবার মধুপুর সরকারি রাণী ভবানী উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এলাকার রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। সেখানে হৃদ্‌রোগ, কিডনি, মেডিসিন, নাক, কান গলাসহ এক শ জন বিশেষজ্ঞ চিকিৎসক সারা দিন বিনা মূল্যে চিকিৎসা সেবা দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত