Ajker Patrika

বাংলাদেশকে অনুসরণ করতে পারে ভারত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৮: ১০
বাংলাদেশকে অনুসরণ করতে পারে ভারত: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অনেকে বলে, আওয়ামী লীগ মানে দেশ ভারতের, আরে আমরা ভারত হব কি, বাংলাদেশ হওয়ার চিন্তা করতে পারে ভারত। গড় আয়ুতে আমরা এগিয়ে। যেখানে আমাদের গড় আয়ু ৭৪ বছর, সেখানে ভারতে ৬৫ বছর বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে প্রজন্ম ৭০ বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা এবং সাংগঠনিক পতাকা উন্মোচন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন। 

আ ক ম মোজাম্মেল হক বলেন, ভারতের মাতৃমৃত্যুর হার, ‘শিশুমৃত্যুর হার, স্যানিটেশন, পানির ব্যবস্থাপনার চেয়ে সবকিছুতে আমরা এগিয়ে। পাকিস্তানের কথা কী বলব, পাকিস্তান তো আরও অনেক পেছনে। ভারত আমাদের সাহায্য করেছে, আমরা তাদের সে জন্য সম্মান জানাই। কিন্তু আমরা তো তাদের থেকে এগিয়ে। আমাদের কথা বিশ্বাস না হলে আপনারা গুগলে সার্চ করতে পারেন।’ 

তিনি বলেন, ‘আমরা যে ৫০ বছর পালন করছি, এর মধ্যে একটি ফাঁকি আছে। সাড়ে ২১ বছর আমরা ক্ষমতায় ছিলাম। আর আমরা ছাড়া অন্যান্য দল ২৯ বছর ক্ষমতায় ছিল। ২১ বছরে আমাদের কী কী উন্নয়ন হয়েছে আর তাঁদের সময়ে কী হয়েছে। তাদের আসলে কোনো লক্ষ্য ছিল না। তারা দেশকে অকার্যকর রাষ্ট্র গঠন করতে চেয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘হিসাব-নিকাশ ছাড়া চললে তাদের তো উন্নয়নের সম্ভাবনা থাকে না। একটা সরকার পাঁচ বছরের পরিকল্পনা করে, কিন্তু আমাদের সরকার শত বছরের পরিকল্পনা করে। পরিকল্পনা না থাকলে তারা কী কাজই-বা করবে? এত দিন কি শেখ হাসিনা ক্ষমতায় থাকবে? তিনি ফল শুধু নিজে খেতে চান না। দেশের উন্নয়ন করা তাঁর লক্ষ্য।’ 

আলোচনার টেবিলে বাংলাদেশ স্বাধীন হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভারত আমাদের ১০০ বছরের পুরোনো অস্ত্র থ্রি-নট রাইফেল দিয়েছিল। আর পাকিস্তানিদের কাছে ছিল অত্যাধুনিক অস্ত্র। তাঁদের সঙ্গে সম্মুখযুদ্ধে আমরা তিন মিনিটও টিকতে পারতাম না। আমাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল দেশপ্রেম। সেই সময় যুবক থাকায় আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। এখন এই বয়সে হয়তো যুদ্ধ করার সম্ভাবনা ছিল না। মুক্তিযোদ্ধারা আমাদের মুক্ত করে দিয়ে গেছেন। এখন তরুণ প্রজন্মের এই মুক্তি আমাদের ধরে রাখতে হবে।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত মো. আলী নেওয়াজ, এটিএন বাংলার উপদেষ্টা মো. তাশিক আহমেদ, মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত