আজকের পত্রিকা ডেস্ক
রাজধানীর তুরাগ এলাকায় ইতালির এক নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার তুরাগ থানা-পুলিশ তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. খোরশেদ আলম (২৮) ও মো. শাহিন মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাসপোর্টসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
রওনক জাহান বলেন, ‘রোববার ভোর ৪টার দিকে ইতালির নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে উত্তরা ১৯-নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি উবার মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলচালক তাঁকে হোস্টেলে না নিয়ে ১ নম্বর সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়।’
ডিসি জানান, সেখানে অপর এক সহযোগীর সহায়তায় তানিয়াকে ভয়ভীতি দেখিয়ে তাঁর পাসপোর্ট, একটি আইফোন ১৩, চার্জার, একটি ম্যাকবুকের চার্জার, ইতালীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ডসহ নগদ ৫০ ইউরো ছিনিয়ে নেয়। পরে তানিয়ার অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
রওনক জাহান বলেন, ‘ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলচালক খোরশেদ আলমকে বিকেল সোয়া ৫টায় তুরাগ থানার পাকুরিয়া হাসুর বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১টায় শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। এ সময় দ্রুততম সময়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ফিরে পেয়ে পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘আমি সবকিছুই হারিয়েছিলাম। আমার পাসপোর্ট, টাকা, জিনিসপত্র সব হারিয়েছিলাম। কিন্তু বাংলাদেশ পুলিশ সবকিছু উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।’
রাজধানীর তুরাগ এলাকায় ইতালির এক নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার তুরাগ থানা-পুলিশ তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. খোরশেদ আলম (২৮) ও মো. শাহিন মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাসপোর্টসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।
রওনক জাহান বলেন, ‘রোববার ভোর ৪টার দিকে ইতালির নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে উত্তরা ১৯-নম্বর সেক্টরের প্রবাসী হোস্টেলে যেতে একটি উবার মোটরসাইকেল ভাড়া করেন। মোটরসাইকেলচালক তাঁকে হোস্টেলে না নিয়ে ১ নম্বর সেক্টরের মেট্রোরেল স্টেশন সংলগ্ন ব্রিজের পাশে নিয়ে যায়।’
ডিসি জানান, সেখানে অপর এক সহযোগীর সহায়তায় তানিয়াকে ভয়ভীতি দেখিয়ে তাঁর পাসপোর্ট, একটি আইফোন ১৩, চার্জার, একটি ম্যাকবুকের চার্জার, ইতালীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ডসহ নগদ ৫০ ইউরো ছিনিয়ে নেয়। পরে তানিয়ার অভিযোগের প্রেক্ষিতে তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
রওনক জাহান বলেন, ‘ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলচালক খোরশেদ আলমকে বিকেল সোয়া ৫টায় তুরাগ থানার পাকুরিয়া হাসুর বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত সোয়া ১১টায় শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। এ সময় দ্রুততম সময়ে ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ফিরে পেয়ে পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, ‘আমি সবকিছুই হারিয়েছিলাম। আমার পাসপোর্ট, টাকা, জিনিসপত্র সব হারিয়েছিলাম। কিন্তু বাংলাদেশ পুলিশ সবকিছু উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে কাঁচপুর এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
১২ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পূর্ণাঙ্গ উপাচার্য (ভিসি) হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
২২ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন (২৫) ও আনোয়ারা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মিসকাতুল ইসলামের (২৪) ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
৩৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদে পাঁচজন ও সিনেটে দুজন প্রার্থীর প্রার্থিতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তবে তাঁদের কমিশন বরাবর আপিল করার সুযোগ রয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় স
৪৩ মিনিট আগে