Ajker Patrika

বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৫২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২৩, ১৪: ৫৭
বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ৫২ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর ধানমন্ডিতে বিএনপির গতকালের পদযাত্রা চলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে ৫২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে বলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান।

আজকের পত্রিকাকে তিনি বলেন, গতকাল বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়েছে। মামলায় বিএনপির ৫২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির পূর্বনির্ধারিত পদযাত্রা ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল থেকে শুরু হয়। ১০ থেকে ১৫ হাজার জনসমাগমের পদযাত্রা সিটি কলেজের সামনে দিয়ে সায়েন্স ল্যাবরেটরির মোড়ে আসে।

পুলিশ বলছে, পদযাত্রার ‘শেষের সারি থেকে কিছু ছেলে’ পুলিশের ওপর চড়াও হয়; তারা ইট-পাটকেল মারে এবং ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে পেটায়। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। এরই মধ্যে ‘তারা বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাসের গ্লাস ভাঙে’।

এ ঘটনায় বিএনপি ১০ থেকে ১৫ জন নেতা-কর্মীকে আটকের অভিযোগ করেছিলেনদলটির নেতারা। অন্যদিকে পুলিশের কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছিলেন বলে দাবি করেন ধানমন্ডি থানার ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত