Ajker Patrika

ডিএসসিসিতে এডিস নিধন অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ২০: ৪৩
ডিএসসিসিতে এডিস নিধন অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়

এডিস মশা নিধনে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ মঙ্গলবার অভিযানে ১ লাখ ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে। ডিএসসিসির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের অভিযানে পাঁচটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩ মামলায় এ জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-২-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ দক্ষিণ মুগদা ও উত্তর মুগদা কদমতলী ও সবুজবাগ এলাকায় ৪৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় একটি স্থাপনায় লার্ভা পাওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-৩-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল উদ্দিনের আদালত লালবাগ এলাকায় ২৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-৪-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত আরমানিটোলার ২০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-৫-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ওয়ারীর লারমিনি স্ট্রিটে ২০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং চারটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-৯-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক কাজলার পাড় এলাকায় ৩৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং পাঁচটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত