Ajker Patrika

সিটি গ্রুপের প্লাস্টিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিটি গ্রুপের প্লাস্টিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি গ্রুপের প্লাস্টিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার রাত ১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন। 

এর আগে সোমবার রাত সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

এরশাদ হোসাইন বলেন, ‘রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় সিটি গ্রুপের প্লাস্টিক গুদামে রাত সোয়া ১০টার দিকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ডেমরা স্টেশন কাজ শুরু করে। কিন্তু আগুন বাড়তে থাকায় ইউনিট বাড়ানো হয়।’ 

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ডিউটি অফিসার বলেন, ‘এ বিষয়ে পরে জানানো যাবে। প্রাথমিকভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারি প্লাস্টিক কারখানায় আগুন লাগলে প্রচুর ধোয়ার সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত