Ajker Patrika

সারা দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো ঘুরে দেখব: আইন উপদেষ্টা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১: ২০
Thumbnail image

মুন্সিগঞ্জ শহরের কোর্টগাঁও এলাকার ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খান মিতা। 

পরিদর্শনকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন যেসব প্রত্নতত্ত্ব আর স্থাপনাগুলো রয়েছে, সেগুলো সরেজমিন দেখতে চাচ্ছি। সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। শুক্রবার দিন আমি ঠিক করেছি প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে সারা দেশে ছড়ানো—সেগুলো ঘুরে দেখব।’ 

পরে আইন উপদেষ্টা মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপালের হরিশচন্দ্রের দীঘি, বাবা আদম শাহীর মসজিদ, মিরকাদিম সেতু, জেলার টঙ্গিবাড়ী উপজেলার সোনারং মন্দির, নাটেশ্বর দেউল ও জেলার শ্রীনগর উপজেলার রাঢ়ীখালে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শনে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত