Ajker Patrika

ধামরাইয়ে চলন্ত শ্রমিকবাহী বাসে আগুন, আহত ৭

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২২: ২১
ধামরাইয়ে চলন্ত শ্রমিকবাহী বাসে আগুন, আহত ৭

ঢাকার ধামরাইয়ে গোলটেক্স নামের একটি পোশাকশ্রমিকবাহী চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের এক ইউনিটের কয়েক মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায় ৬/৭ জন আহত হয়েছেন। তবে তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চলে গেছেন। 

রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ফায়ার সার্ভিসের পাশে এ ঘটনা ঘটে।

উপজেলার দেপাশাই গ্রামের সোহাগ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘অফিস থেকে বাড়িতে যাচ্ছিলাম। ধামরাই ফায়ার সার্ভিসের কাছে এসে দেখি একটি বাসে আগুন জ্বলছে। লোকজন তাড়াহুড়ো করে বাস থেকে নামছে। পরে শুনতে পেলাম ওই বাসের নাকি ব্রেক ফেল হয়ে গিয়েছিল। তাই রাস্তার ডিভাইডারের সঙ্গে বাস লাগিয়ে দেয়। পরে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’ 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ‘হামজা ব্রাদার্স নামের একটি বাস নবীনগরের দিকে যাচ্ছিল। বাসটি কসমস এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। আমরা পাঁচ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। এ ঘটনায় দ্রুত বাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী হালকা আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা বাড়িতে চলে যান। এ ছাড়া বড় ধরনের কোনো দুর্ঘটনা বা কেউ গুরুতর আহত হওয়ার কোনো খবর আমরা পাইনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত