ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে গোলটেক্স নামের একটি পোশাকশ্রমিকবাহী চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের এক ইউনিটের কয়েক মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায় ৬/৭ জন আহত হয়েছেন। তবে তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চলে গেছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ফায়ার সার্ভিসের পাশে এ ঘটনা ঘটে।
উপজেলার দেপাশাই গ্রামের সোহাগ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘অফিস থেকে বাড়িতে যাচ্ছিলাম। ধামরাই ফায়ার সার্ভিসের কাছে এসে দেখি একটি বাসে আগুন জ্বলছে। লোকজন তাড়াহুড়ো করে বাস থেকে নামছে। পরে শুনতে পেলাম ওই বাসের নাকি ব্রেক ফেল হয়ে গিয়েছিল। তাই রাস্তার ডিভাইডারের সঙ্গে বাস লাগিয়ে দেয়। পরে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ‘হামজা ব্রাদার্স নামের একটি বাস নবীনগরের দিকে যাচ্ছিল। বাসটি কসমস এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। আমরা পাঁচ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। এ ঘটনায় দ্রুত বাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী হালকা আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা বাড়িতে চলে যান। এ ছাড়া বড় ধরনের কোনো দুর্ঘটনা বা কেউ গুরুতর আহত হওয়ার কোনো খবর আমরা পাইনি।’
ঢাকার ধামরাইয়ে গোলটেক্স নামের একটি পোশাকশ্রমিকবাহী চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ধামরাই ফায়ার সার্ভিসের এক ইউনিটের কয়েক মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায় ৬/৭ জন আহত হয়েছেন। তবে তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে চলে গেছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ফায়ার সার্ভিসের পাশে এ ঘটনা ঘটে।
উপজেলার দেপাশাই গ্রামের সোহাগ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘অফিস থেকে বাড়িতে যাচ্ছিলাম। ধামরাই ফায়ার সার্ভিসের কাছে এসে দেখি একটি বাসে আগুন জ্বলছে। লোকজন তাড়াহুড়ো করে বাস থেকে নামছে। পরে শুনতে পেলাম ওই বাসের নাকি ব্রেক ফেল হয়ে গিয়েছিল। তাই রাস্তার ডিভাইডারের সঙ্গে বাস লাগিয়ে দেয়। পরে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, ‘হামজা ব্রাদার্স নামের একটি বাস নবীনগরের দিকে যাচ্ছিল। বাসটি কসমস এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। আমরা পাঁচ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। এ ঘটনায় দ্রুত বাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী হালকা আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা বাড়িতে চলে যান। এ ছাড়া বড় ধরনের কোনো দুর্ঘটনা বা কেউ গুরুতর আহত হওয়ার কোনো খবর আমরা পাইনি।’
রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
১ সেকেন্ড আগেমেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্য
৪ মিনিট আগেপাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশীকে (৭৭) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত জওহরলাল বসাক তুলশী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক।
৮ মিনিট আগেরাজধানীর হাজারীবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয় দেওয়া শাহাদাত রহমান রোহানের নামে কামরাঙ্গীরচর থানায় ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। তবে রোহান এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি বানোয়াট ও সাজানো। তিনি তরুণীকে চেনেন না।
৯ মিনিট আগে