Ajker Patrika

বগুড়ায় আহত যুবকের মৃত্যুর গুজব, ৩০ বাড়িতে লুটপাট-আগুন

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মৃত্যুর গুজব ছড়িয়ে বাড়িতে লুটপাট-আগুন। ছবি: আজকের পত্রিকা
বগুড়ায় মৃত্যুর গুজব ছড়িয়ে বাড়িতে লুটপাট-আগুন। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় হামলায় আহত যুবকের মৃত্যুর গুজব ছড়িয়ে প্রতিপক্ষের ৩০টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দারা নারুলী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় বাসিন্দারা বাড়িঘর ফেলে পালিয়ে যাওয়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশের ধারণা, মাদক কারবারে নিয়ন্ত্রণ নিয়ে হামলার সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, আজ বেলা আড়াইটার দিকে উত্তর চেলোপাড়া বটতলা এলাকায় রবিন (২৫), পিচ্চি মিয়া (২২) ও আশরাফ (২৮) নামের তিনকে নারুলী পশ্চিমপাড়ার কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে বেলা ৩টার দিকে কে বা কারা মোবাইল ফোনে উত্তর চেলোপাড়ায় সংবাদ দেয় হাসপাতালে চিকিৎসাধীন রবিন মারা গেছেন।

এ সংবাদ ছড়িয়ে পড়লে উত্তর চেলোপাড়ার দুই শতাধিক নারী-পুরুষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে নারুলী পশ্চিমপাড়ায় গিয়ে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করে। এ সময় নারুলী পশ্চিমপাড়ার বাসিন্দারা বাড়িঘর ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে নারুলী পুলিশ ফাঁড়ি ও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গেলেও বিপুলসংখ্যক হামলাকারীকে মোকাবিলা করা থেকে বিরত থাকেন। হামলাকারীরা কমপক্ষে ৩০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে।

হামলাকারীরা ফিরে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাসুদ করিম আজকের পত্রিকাকে বলেন, উত্তর চেলোপাড়ার দুই শতাধিক নারী-পুরুষ পুলিশকে একরকম জিম্মি করে নারুলী পশ্চিমপাড়ায় হামলা করেছে। ধারণা করা হচ্ছে, মাদক কারবারে নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...