Ajker Patrika

সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৯: ৩৯
সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ওই চেয়ারম্যান বিভিন্ন দুর্নীতি, চাকরির নামে ঘুষ নেওয়া এবং সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করে আসছেন।

আজ রোববার সকালে সাটুরিয়ার দড়গ্রাম বাজারে এক মানববন্ধনে এসব অভিযোগ করেন ভুক্তভোগীরা। এই মানববন্ধনে পরিবারের সদস্য ছাড়াও সাধারণ জনগণ অংশ নেন। 

কাউছার নামে এক ভুক্তভোগী বলেন, ‘আমার কাছ থেকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়েছেন ওই চেয়ারম্যান। এখন পর্যন্ত চাকরি দিতে পারেনি আর টাকাও ফেরত দেয়নি।’ 

মন্টু রাজ বংশী নামের একজন বলেন, ‘এই চেয়ারম্যান আমাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করেন। সরকারি বিভিন্ন ভাতা পেতে গেলেও তাঁকে ঘুষ দিতে হয়। তাই তাঁর অপকর্মের তদন্তপূর্বক শাস্তি দাবি করি।’

এ ব্যাপারে দড়গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দিন তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সামনে ইউপি নির্বাচন। তাই আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা ও বানোয়াট মানববন্ধন করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত