Ajker Patrika

১৩ বছর পর শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৩ বছর পর শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজার আসামি গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে পল্লবী থানা এলাকা থেকে শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পর আজ বুধবার সকালে পল্লবী থেকে রাইসুল হাসান আর্শেদ নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। সে ২০১১ সালে মিরপুর থানা এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করে।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম। তিনি বলেন, ২০১১ সালের ২৪ এপ্রিল রাজধানীর মিরপুর থানা এলাকার ৭ বছরের শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত আসামি রাইসুল। এই ঘটনায় ওই বছরের ১৯ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে রাইসুল হাসান আর্শেদকে আসামি করে ধর্ষণের অভিযোগে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এই মামলায় গ্রেপ্তার আসামি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। আদালত বিচারকার্য শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ডসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শিহাব করিম আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পল্লবীতে অভিযান আসামি রাইসুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে পল্লবী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত