অনলাইন ডেস্ক
ফেসবুকে তরুণীদের আইডি হ্যাক করে ব্যক্তিগত তথ্য চুরি করতেন মো. ফজলে হাসান অনিক (২৪)। এরপর সেই তথ্য ভুক্তভোগীকে পাঠিয়ে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিতেন অর্থ। সেই টাকায় নিজের খরচের পাশাপাশি গার্লফ্রেন্ডের খরচও বহন করতেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে লেনদেন করতেন ক্রিপ্টোকারেন্সি ও বিভিন্ন শপিং বিল পরিশোধের মাধ্যমে।
এভাবে গত দুই বছরে অর্ধশতাধিক ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে অন্তত ১৫ জনকে ব্ল্যাকমেল করে অর্থ হাতিয়েছেন অনিক।
গতকাল রোববার রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টর থেকে অনিককে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।
আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ফজলে হাসান অনিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নেংটাদাহ গ্রামে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।
সিআইডি সাইবার সাপোর্ট সেন্টারে এক ভুক্তভোগীর অভিযোগ ও পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনেও একাধিক ভুক্তভোগীর অভিযোগের তথ্য উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, গত বছরের আগস্টে ভুক্তভোগীর ফেসবুক মেসেঞ্জারে একটি লিংক আসে। সেই লিংকে গিয়ে একটি ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতেই পাসওয়ার্ড চলে যায় হ্যাকারের দখলে। হ্যাকার ভিকটিমের ফেসবুকের মেসেঞ্জারে থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করেন। পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক ধাপে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা হাতিয়ে নেন। এরপর যখনই টাকার দরকার হতো তখনই ভিকটিমকে ব্ল্যাকমেল করতেন।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম আরও বলেন, হ্যাকার অনিক ব্ল্যাকমেলের টাকা দিয়ে ঢাকায় নিজের খরচ চালানোর পাশাপাশি গার্লফ্রেন্ডের খরচও চালাতেন। পুলিশ যাতে ধরতে না পারে, সে জন্য বিকাশ কিংবা নগদে টাকা না নিয়ে বিভিন্ন সুপার শপে কেনাকাটা করে ভুক্তভোগীকে বিকাশ বা নগদে বিল পরিশোধ করতে বলতেন। আর টাকা নিতেন ক্রিপ্টোকারেন্সিতে।
ফেসবুকে তরুণীদের আইডি হ্যাক করে ব্যক্তিগত তথ্য চুরি করতেন মো. ফজলে হাসান অনিক (২৪)। এরপর সেই তথ্য ভুক্তভোগীকে পাঠিয়ে ব্ল্যাকমেল করে হাতিয়ে নিতেন অর্থ। সেই টাকায় নিজের খরচের পাশাপাশি গার্লফ্রেন্ডের খরচও বহন করতেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে লেনদেন করতেন ক্রিপ্টোকারেন্সি ও বিভিন্ন শপিং বিল পরিশোধের মাধ্যমে।
এভাবে গত দুই বছরে অর্ধশতাধিক ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে অন্তত ১৫ জনকে ব্ল্যাকমেল করে অর্থ হাতিয়েছেন অনিক।
গতকাল রোববার রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টর থেকে অনিককে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।
আজ সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ফজলে হাসান অনিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নেংটাদাহ গ্রামে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে।
সিআইডি সাইবার সাপোর্ট সেন্টারে এক ভুক্তভোগীর অভিযোগ ও পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনেও একাধিক ভুক্তভোগীর অভিযোগের তথ্য উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, গত বছরের আগস্টে ভুক্তভোগীর ফেসবুক মেসেঞ্জারে একটি লিংক আসে। সেই লিংকে গিয়ে একটি ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতেই পাসওয়ার্ড চলে যায় হ্যাকারের দখলে। হ্যাকার ভিকটিমের ফেসবুকের মেসেঞ্জারে থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করেন। পরে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক ধাপে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা হাতিয়ে নেন। এরপর যখনই টাকার দরকার হতো তখনই ভিকটিমকে ব্ল্যাকমেল করতেন।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম আরও বলেন, হ্যাকার অনিক ব্ল্যাকমেলের টাকা দিয়ে ঢাকায় নিজের খরচ চালানোর পাশাপাশি গার্লফ্রেন্ডের খরচও চালাতেন। পুলিশ যাতে ধরতে না পারে, সে জন্য বিকাশ কিংবা নগদে টাকা না নিয়ে বিভিন্ন সুপার শপে কেনাকাটা করে ভুক্তভোগীকে বিকাশ বা নগদে বিল পরিশোধ করতে বলতেন। আর টাকা নিতেন ক্রিপ্টোকারেন্সিতে।
বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার হাট-বাজার ইজারা কার্যক্রম প্রস্তুত করতে গিয়ে শিডিউল জমাই দিতে পারেনি ঠিকাদারেরা। স্থানীয় বিএনপির একটি পক্ষ উপজেলার ২০টি হাট-বাজারের শিডিউল প্রস্তুত প্রক্রিয়ায় নামে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি তারা।
২ ঘণ্টা আগেবিভাগীয় শহর রংপুরে গত দেড় দশকে মানুষের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। কিন্তু ট্রাফিক ব্যবস্থার তেমন উন্নতি হয়নি। এতে তীব্র যানজটে দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। এ অবস্থা থেকে উত্তরণে তিন বছর আগে ৩৪ লাখ টাকা ব্যয়ে নগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও তা কাজে আসছে না।
৩ ঘণ্টা আগেএককালে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি। বিএনপির সমর্থন নিয়ে হয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ভিড়তে শুরু করেন শামীম ওসমানের সঙ্গে। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।
৩ ঘণ্টা আগেবিশাল সমুদ্রসৈকত। তারই এক পাশের মাটি কেটে বানানো হচ্ছে বাড়ি। কেউ আবার বাড়ির আদলে পুকুর কেটে রেখেছে। অনেকে মাটি কেটে নিজেদের সীমানা তৈরি করেছে। গত ৫ আগস্ট রাজনীতির পটপরিবর্তনের পর পর্যটন সম্ভাবনাময় এলাকা নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ সৈকতের চিত্র এটি। সেখানে চলছে সৈকতের জায়গা দখলের
৩ ঘণ্টা আগে