Ajker Patrika

উত্তরায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন মাদ্রাসা ছাত্র আহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২২, ২৩: ১১
উত্তরায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন মাদ্রাসা ছাত্র আহত

রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছেন। আহতেরা হলেন, রবিন (৮), জিসান (১১) ও মামুনুর রশিদ (৮)। 

দিয়াবাড়ি ২ নম্বর ব্রিজ থেকে ভেতরে ৫ নম্বর ব্রীজের কাছাকাছি এলাকায় আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, ফ্রেশ সিমেন্টের বেপরোয়াগামী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশায় থাকা তিনজন মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে এক হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। আহতেরা সবাই তুরাগের উলুদাহা এলাকার একটি মাদ্রাসার ছাত্র। 

এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন মাদ্রাসা ছাত্র আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

কামরুজ্জামান বলেন, এ ঘটনায় ওই ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৫-৩২৮৭) আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পালিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত