Ajker Patrika

আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজাদ প্রোডাক্টসের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হোল্ডিংস ট্যাক্স বাকি রাখায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ডিএসসিসির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আলাউল আকবর।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু নাছের বলেন, ৪৩ লাখ ৯৩ হাজার ৫২ টাকা ৫১ পয়সা হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করায় আজাদ প্রোডাক্টসের মালিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

গতকাল বুধবার বকেয়া পরিশোধের জন্য বারবার তাগাদা দেওয়া ও তলব করা সত্ত্বেও পৌর কর পরিশোধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে আদালতে উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন। আদেশে আজাদ প্রোডাক্টসের মালিককে যেন গ্রেপ্তার করা হয় সে জন্য রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও আদেশে আগামী ৩০ আগস্ট আসামির উপস্থিতি নিশ্চিত করা এবং চার্জ ও ডিসচার্জের জন্য শুনানি অনুষ্ঠানের দিন ধার্য করেন আদালত। ফৌজদারি কার্যবিধির ৭৫ ধারা অনুসারে আদালত এ আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত