Ajker Patrika

১৯ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ ২ মাদ্রাসাছাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৯ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ ২ মাদ্রাসাছাত্র

নিখোঁজের ১৯ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ দুই মাদ্রাসাছাত্র মো. সিয়াম (১৪) ও ইয়ামিন মোল্লা (১৩)। এদিকে এতদিনেও বাড়ি না ফিরে আসায় পরিবারের লোকজন উদ্ধিগ্নতায় দিন কাটাচ্ছে। এ ঘটনায় ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয়েছে।

সাধারণ ডায়েরিতে বলা হয়, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার নয়নশ্রী গ্রামের আছিয়া শিকদার এতিমখানা ও মাদ্রাসায় সিয়াম ও ইয়ামিন পড়াশোনা করত। গত ৮ সেপ্টেম্বর ভোরে মাদ্রাসার কাউকে না বলে তারা দুজন সেখান থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সিয়ামের ভাই মো. সুজন ও ইয়ামিনের চাচা মনিরুজ্জামান বাদী হয়ে নবাবগঞ্জ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে নিরাপদ থাকবে যে দেশগুলো

পুলিশ কর্মকর্তা ৪ বার ধর্ষণ করেছে—মহারাষ্ট্রে নারী চিকিৎসকের হাতে লেখা সুইসাইড নোট

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

ভারতে ১৪ শিশুর চোখ কেড়ে নিল দিওয়ালির নতুন খেলনা

এলাকার খবর
Loading...