Ajker Patrika

উত্তরায় ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় পেশাদার ছিনতাইকারী চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা ও ঢাকা-ময়মনসিংহ সড়কের ফ্লাইওভারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নুরুল আমিন (২২), শাকিব হোসেন (২১), পারভেজ আহমেদ জুয়েল (৩৮), কবির হোসেন (২৪), মোরশেদ আলম (৩০), আকাশ মোল্লা (২৬), রাকিব (১৯) ও মো. জিয়া (২০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, উত্তরার কামাড়পাড়া এলাকা থেকে গত বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে দেশোয় অস্ত্রসহ পাঁচজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় কৌশলে কয়েকজন ছিনতাইকারী পালিয়ে যায়। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়।

তিনি আরও জানান, মামলাটি তদন্তকালে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ভোরে অভিযান চালিয়ে আরও আট জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত