নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় একটি কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাজধানীর মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় এ ঘটনা ঘটে। এ জন্য নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর এ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারা দেশের ২৪ জেলা শহরে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে স্কুল-২ ও স্কুল পর্যায়ের অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটেছে। এ জন্য এ কেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। পরে পাশের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্ন এনে পরীক্ষা নেওয়া হয়েছে।
জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘এমন অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ। ২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ প্রদান করত। সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।
এর আগে, গত ১৭ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন। এতে প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ জন প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় একটি কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাজধানীর মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় এ ঘটনা ঘটে। এ জন্য নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর এ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারা দেশের ২৪ জেলা শহরে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে স্কুল-২ ও স্কুল পর্যায়ের অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটেছে। এ জন্য এ কেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। পরে পাশের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্ন এনে পরীক্ষা নেওয়া হয়েছে।
জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘এমন অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ। ২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ প্রদান করত। সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।
এর আগে, গত ১৭ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন। এতে প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ জন প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।
নিম্নচাপ কেটে গেছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও থেমেছে ভারী বর্ষণ। তবে উজানে ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ হচ্ছে। এতে বাড়ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। উজানের সেই ঢলে আবার ডুবছে ফেনী। একাধিক ভাঙা বাঁধ দিয়ে গতকাল সোমবার সকাল থেকেই লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
৩১ মিনিট আগে‘মাদ্রাসা থেকে ফিরলেই বাবা কোলে তুলে নিত, আদর করত, টাকা দিত। রাতে বাবার গা ঘেঁষে ঘুমাতাম। এখন আর কেউ আমাকে বাবার মতো আদর করে না। বাবাকে অনেক মিস করি।’ ফুঁপিয়ে ফুঁপিয়ে কথাগুলো বলছিল সাত বছরের তাইবা খাতুন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তাঁর বাবা ইয়াহিয়া আলী।
৩৭ মিনিট আগেভাগাড় উঁচু হয়ে গেছে পাহাড়ের সমান। সেখানে আর বর্জ্য ফেলার জায়গা নেই। ফলে রাজশাহী শহরের শত শত টন বর্জ্য প্রতিদিনই এলোমেলোভাবে ফেলা হচ্ছে সড়কের পাশে, কৃষিজমিতে এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও। এসব বর্জ্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগেঘাটে নেই চিরচেনা হাঁকডাক। চায়ের দোকানে উচ্চ স্বরে বাজছে না গান। পাওয়া যাচ্ছে না বরফ ভাঙার আওয়াজ। জেলে, শ্রমিক, ব্যাপারী, আড়তদার—সবাই ঝিমিয়ে আছেন। চোখেমুখে হতাশার চাপ। কারণ, শিকারের মৌসুমে ইলিশের আকাল চলছে। নদীতে যাওয়া জেলে নৌকাগুলো শূন্য হাতে ফিরে আসছে।
১ ঘণ্টা আগে