নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় একটি কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাজধানীর মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় এ ঘটনা ঘটে। এ জন্য নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর এ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারা দেশের ২৪ জেলা শহরে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে স্কুল-২ ও স্কুল পর্যায়ের অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটেছে। এ জন্য এ কেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। পরে পাশের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্ন এনে পরীক্ষা নেওয়া হয়েছে।
জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘এমন অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ। ২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ প্রদান করত। সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।
এর আগে, গত ১৭ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন। এতে প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ জন প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় একটি কেন্দ্রে ভুল প্রশ্ন বিতরণের অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার রাজধানীর মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় এ ঘটনা ঘটে। এ জন্য নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর এ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সারা দেশের ২৪ জেলা শহরে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা সকাল সাড়ে ৯টায় প্রথম শিফটে স্কুল-২ ও স্কুল পর্যায়ের অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। ১৮তম শিক্ষক নিবন্ধনে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
একাধিক পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, মনিপুর স্কুল ও কলেজের মূল বালিকা শাখায় ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটেছে। এ জন্য এ কেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। পরে পাশের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্ন এনে পরীক্ষা নেওয়া হয়েছে।
জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, ‘এমন অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে সুপারিশ করে এনটিআরসিএ। ২০১৫ সালের আগ পর্যন্ত এনটিআরসিএ শুধু সনদ প্রদান করত। সনদের ভিত্তিতে নিয়োগ দিত শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি।
এর আগে, গত ১৭ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন। এতে প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ জন প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২৮ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
৩৫ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৪০ মিনিট আগে