Ajker Patrika

জাবিতে ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি

জাবি প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯: ৩৪
আগামী ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ২০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
আগামী ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ২০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

আগামী ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ২০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বলকে আহ্বায়ক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ সোহেল নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমা।

কমিটির উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন আরিফ সোহেল ও মেহেরাব সিফাত। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইমরান শাহরিয়ার। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসিম আল তারিক ও ফারহানা বিনতে জিগার ফারিনা।

সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ। যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন নাহিদ হাসান ইমন ও ইমরান হোসেন রাহাত। মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন নাকিব আল মাহমুদ অর্ণব। সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন জান্নাত উল ফিরদাউস আঞ্জুম ও মোহাম্মদ রায়হান। মুখপাত্র হিসেবে রয়েছেন মালিহা নামলাহ।

এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন—নাফিজ উর রহমান, কাউসার আল আরমান, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, রাঈদ হোসেন ও গালিব হাসান।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘জুলাই-আগস্টের রক্তক্ষয়ী সংগ্রামের পর ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক কমিটিতে যাঁরা ছিলেন, তাঁরা তাঁদের দায়িত্ব পালন করে গিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের স্পিরিটকে দাবানলের মতো নিজেদের বুকে আগলে রেখে তারা এগিয়ে গেছেন। ঝড়-ঝঞ্ঝা সামলে আজকে তারা এই পর্যায়ে এসেছেন। আগামী ছয় মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই এ কমিটি পূর্ণাঙ্গ করা হবে।’

নবগঠিত কমিটির আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ শাখাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা সব সময় গণ-অভ্যুত্থানের স্পিরিট রক্ষায় সচেষ্ট থাকবে।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা তা রক্ষা করার চেষ্টা করব। শুধু বিশ্ববিদ্যালয়ই নয় আমরা চেষ্টা করব সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন যাতে সাধারণ জনগণের সর্বাধিক গ্রহণযোগ্য সংগঠনে পরিণত হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত