Ajker Patrika

বিইউপিতে গণহত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিইউপিতে গণহত্যা দিবস পালিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য আগামী প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল আলোচনাসভা ও ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ।

গতকাল রোববার বিইউপির বিজয় অডিটোরিয়ামে লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাবের তত্ত্বাবধানে দিবসটি পালিত হয়। 

আলোচনাসভায় ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা ও নৃশংস ঘটনার ওপর স্মৃতিচারণ করেন বিইউপি বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার এর অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিইউপি উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। 

অনুষ্ঠানে বিইউপির উপ উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ ছাড়া আলোচনাসভায় অনলাইনে যুক্ত ছিলেন বিপুলসংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত