Ajker Patrika

লকডাউনের পঞ্চমদিনে রাজধানীতে গ্রেপ্তার ৫০৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লকডাউনের পঞ্চমদিনে রাজধানীতে গ্রেপ্তার ৫০৯

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে বাইরে বের হওয়ায় রাজধানীতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৫০৯ জন। একই সঙ্গে মিথ্যা তথ্য দেওয়া ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮৭ জনকে ১ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে কোনো কারণ ছাড়াই বাইরে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৫২৬টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। কঠোর লকডাউনের পঞ্চম দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগ এসব আইনি ব্যবস্থা নেয়। এ সময় মোট ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

মিরপুর বিভাগের ডিসি আ স ম মাহতাব উদ্দিন বলেন, করোনোভাইরাসের সংক্রমণ রোধে চলাচলে কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে মাঠে অবস্থান করেছি আমরা। যারাই অকারণে বাসা থেকে বের হয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমে আটক এবং পরে যাচাই বাছাই করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে র‍্যাব জানিয়েছে, পঞ্চম দিনে সারা দেশে ৩৫০ জনকে জরিমানা করা হয়েছে। জরিমানার পরিমাণ ২ লাখ ৯৫ হাজার ৬১৫ টাকা। পুরো দেশে ১৯০টি টহল এবং ২০৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত