Ajker Patrika

বিশ্ববিদ্যালয়ের দাবিতে আবারও তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালী-গুলশান সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালী-গুলশান সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মহাখালী-গুলশান সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। স্বতন্ত্র তিতুমীর বিশ্ববিদ্যালয় করা এবং স্নাতকে ভর্তির আসনসংখ্যা সীমিত করার প্রতিবাদে এই অবরোধ করেন তারা। আজ সোমবার বেলা সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সরকারি তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে দেন তারা। এতে চান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা শুরু থেকেই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করে আসছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চাই না। এ ছাড়া বিশ্ববিদ্যালয় করার জন্য যেসব সুযোগ-সুবিধা বা কাঠামোগত পরিবর্তন করা দরকার সেগুলো না করে স্নাতকে ভর্তির আসনসংখ্যা কমিয়েছে।

তারা আরও জানান, প্রায় পাঁজ হাজার শিক্ষার্থীকে ভর্তি করা হতো সেখানে এখন দুই হাজারের কম ভর্তি করা হবে। শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে মান বৃদ্ধি করার চেয়ে সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

তারা জানান, শিক্ষার্থীদের দেওয়া ৭ দফা দাবির মধ্যে ৬ দফা মানলেও এখনো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হয়নি। তারা প্রতিশ্রুতি পূরণ না করে শিক্ষার্থীদের দাসত্বের দিকে ঠেলে দিচ্ছে। তিতুমীরের শিক্ষার্থীরা এই প্রহসন মানবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে।

এদিকে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের কারণে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দুপুর দেড়টার দিকে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিকেলে বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে এবং স্নাতকে ভর্তির আসনসংখ্যা সীমিত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে প্রায় এক ঘণ্টা মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের অনুরোধে তারা সড়ক ছেড়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত