Ajker Patrika

রাজধানীর শাহ আলীতে গোলাগুলি, ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১২: ৫০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের শাহ আলী থানার রাইনখোলায় গোলাগুলির মধ্যে পড়ে সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর শরীরে কোনো গুলি পাননি চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাইনখোলা ঈদগাহ মাঠের পানির ট্যাংকের পাশে এ ঘটনা ঘটে।

সাজ্জাদের বন্ধু শান্ত ইসলাম বলেন, সাজ্জাদের বাসা মিরপুর-১ নিউ সি ব্লক এলাকায়। সেখানে তাঁর ইন্টারনেট ব্যবসা রয়েছে। রাতে তাঁরা তিন বন্ধু মিলে চা পান করতে রাইনখোলা পানির ট্যাংকের পাশে যুবদল অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন সেখানে মারামারি হচ্ছিল। এ সময় তিন-চারজন যুবক এলোপাতাড়ি গুলি করছিলেন। তখন সাজ্জাদের পিঠে একটি গুলি বিদ্ধ হয়। এতে সাজ্জাদ রাস্তায় পড়ে গেলে তাঁকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

শান্ত আরও বলেন, ঢাকা মেডিকেলে রাতেই তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। তবে চিকিৎসকেরা শরীরে কোনো গুলি খুঁজে পাননি। পিঠ দিয়ে গুলিটি ঢুকে বুক দিয়ে ভেদ করে বেরিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সাজ্জাদ নামে এক যুবককে ঢাকা মেডিকেলের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। শাহআলী এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত