মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম হামিম খান (১৬)। সে মাদারীপুর সদর উপজেলার উত্তর মহিষেরচর এলাকার আজম খানের ছেলে। হামিম জেলা শহরের আমিন উদ্দিন হাইস্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
স্কুলছাত্র জখম হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় কোন্দল থেকে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ, স্কুলছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ব্যক্তিগত কাজে নিজবাড়ি থেকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী তাল্লুক এলাকার দিকে যাচ্ছিল হামিম। মাঝপথে জাফরাবাদ এলাকায় এলে পূর্বশত্রুতার জেরে তাল্লুক এলাকার আমিন ব্যাপারী লোকজন নিয়ে হামিমের মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে হামিমকে মোটরসাইকেল থেকে নামিয়ে প্রথমে চড়থাপ্পড় দেন। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
হামলার সময় হামিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আমিন ব্যাপারী ও তাঁর লোকজন পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় হামিমকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।
আহত হামিমের চাচা শামীম খান বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার ভাতিজাকে কুপিয়ে জখম করেছে আল আমিন ব্যাপারী ও তাঁর লোকজন। এই ঘটনার বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে আল আমিনের মোবাইল ফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।
মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের নাম হামিম খান (১৬)। সে মাদারীপুর সদর উপজেলার উত্তর মহিষেরচর এলাকার আজম খানের ছেলে। হামিম জেলা শহরের আমিন উদ্দিন হাইস্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
স্কুলছাত্র জখম হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় কোন্দল থেকে এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ, স্কুলছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ব্যক্তিগত কাজে নিজবাড়ি থেকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী তাল্লুক এলাকার দিকে যাচ্ছিল হামিম। মাঝপথে জাফরাবাদ এলাকায় এলে পূর্বশত্রুতার জেরে তাল্লুক এলাকার আমিন ব্যাপারী লোকজন নিয়ে হামিমের মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে হামিমকে মোটরসাইকেল থেকে নামিয়ে প্রথমে চড়থাপ্পড় দেন। একপর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
হামলার সময় হামিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আমিন ব্যাপারী ও তাঁর লোকজন পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় হামিমকে উদ্ধার করে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।
আহত হামিমের চাচা শামীম খান বলেন, পূর্ব শত্রুতার জেরে আমার ভাতিজাকে কুপিয়ে জখম করেছে আল আমিন ব্যাপারী ও তাঁর লোকজন। এই ঘটনার বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে আল আমিনের মোবাইল ফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।
সুন্দরবনের বিভিন্ন এলাকায় হরিণশিকারিরা বেপরোয়া হয়ে উঠেছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ এবং পশ্চিম সুন্দরবনে সংঘবদ্ধ চক্র নির্বিচারে হরিণ শিকার করে চামড়া ও মাংস বিক্রি করছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় ও বন বিভাগের কিছু অসৎ কর্মচারীর সহায়তায় শিকারিরা নিয়মিত হরিণ শিকার করছে বলে খোঁজ
৭ ঘণ্টা আগেরাজবাড়ীর ওপর দিয়ে বয়ে গেছে ৯টি নদী ও ৫৪টি খাল। একসময় গ্রীষ্মকালে নদী-খালের পানি ব্যবহার করেই কৃষক ফসল ফলাতেন। আবার বর্ষাকালে বৃষ্টির পানি জমা হতো এসব জলাধারে। এতে সারা বছর পানির চাহিদা মিটত। তবে বেশ কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে শুধু গড়াই, পদ্মা ও যমুনায় পানি মিলছে।
৭ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদার উজান খাগড়াছড়ির মানিকছড়িতে অবাধে শুরু হয়েছে তামাক চাষ। গত এক দশকে সরকারি-বেসরকারি উদ্যোগে এই উপজেলায় তামাক চাষ ১ শতাংশে নামিয়ে আনা হলেও সম্প্রতি তা বেড়ে ২০ শতাংশে দাঁড়িয়েছে।
৭ ঘণ্টা আগেপাবনার চাটমোহরে ভুয়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নামে জিআর চাল লোপাটের অভিযোগ উঠেছে। কোনো কোনো প্রতিষ্ঠানের নামে চাল উত্তোলন করা হলেও জানেন না প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিরা। ভুয়া কমিটি দাখিল করে চাল উত্তোলনের পর কালোবাজারে বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে