নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানার ধোলাইখালের ঋষিকেশ দাস লেনের একটি বহুতল বাড়ির ফ্ল্যাট থেকে নটর ডেম কলেজের অফিস সহকারী লিপিকা জুলিয়ানা গোমেজ (৫৫) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পরিচিত কেউ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার লিপিকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর ফোন পেয়ে সূত্রাপুর থানার পুলিশ বাড়িটিতে যায়। ফ্ল্যাটের একটি কক্ষের খাটের ওপর লিপিকার রক্তাক্ত লাশ পড়ে ছিল। মাথার ওপর একটি বালিশ দেওয়া ছিল। তাঁর মাথার বাঁ পাশে ধারালো অস্ত্রের কোপের আঘাত দেখা যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
ঋষিকেশ দাস লেনের পাঁচতলা ওই বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে একা ভাড়া থাকতেন লিপিকা। ২০ বছর আগে মাহবুবুল আলম নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। পরে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। লিপিকার কোনো সন্তান নেই। লিপিকার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। সেখানে তাঁর বৃদ্ধা মা থাকেন। তাঁর একমাত্র ভাই থাকেন বিদেশে।
নটর ডেম কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার তিনি কলেজে যাননি। তাঁর ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এরপর কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান করতে পারেনি। পরে বুধবার অধ্যক্ষের সহকারী জনি চার্লসকে লিপিকার পুরান ঢাকার বাসায় পাঠান। বাড়িটির একজন তত্ত্বাবধায়ককে নিয়ে চতুর্থ তলায় গিয়ে তাঁর দরজা লক পান। পরে তত্ত্বাবধায়কের কাছে থাকা চাবি দিয়ে ফ্ল্যাটের দরজার তালা খোলা হয়। তাঁরা প্রবেশ করে দেখেন লিপিকার নিথর দেহ খাটের ওপর পরে আছেন। ফ্ল্যাটের একটি ভেন্টিলেটর ভাঙা। তাঁরা বিষয়টি কলেজ কর্তৃপক্ষ ও আত্মীয় স্বজনদের জানান।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশকেও জানায়। পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করে।
তাঁর ব্যবহৃত ব্যাগ এবং মোবাইল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
ওসি সাইফুল ইসলাম আরও বলেন, লিপিকা যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িতে কোনো নিরাপত্তাকর্মী ছিল না। প্রধান ফটকে তালা থাকলেও প্রত্যেক ভাড়াটিয়ার কাছে একটি করে চাবি দেওয়া রয়েছে। তাঁরা যে যাঁর মতো করে ফটকের তালা খুলে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার লিপিকার পরিচিত কেউ তাঁর সঙ্গে বাসায় আসে। তারাই হয়তো এই নারীকে খুন করে পালিয়ে যায়।
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানার ধোলাইখালের ঋষিকেশ দাস লেনের একটি বহুতল বাড়ির ফ্ল্যাট থেকে নটর ডেম কলেজের অফিস সহকারী লিপিকা জুলিয়ানা গোমেজ (৫৫) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পরিচিত কেউ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার লিপিকার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর ফোন পেয়ে সূত্রাপুর থানার পুলিশ বাড়িটিতে যায়। ফ্ল্যাটের একটি কক্ষের খাটের ওপর লিপিকার রক্তাক্ত লাশ পড়ে ছিল। মাথার ওপর একটি বালিশ দেওয়া ছিল। তাঁর মাথার বাঁ পাশে ধারালো অস্ত্রের কোপের আঘাত দেখা যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
ঋষিকেশ দাস লেনের পাঁচতলা ওই বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে একা ভাড়া থাকতেন লিপিকা। ২০ বছর আগে মাহবুবুল আলম নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। পরে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। লিপিকার কোনো সন্তান নেই। লিপিকার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। সেখানে তাঁর বৃদ্ধা মা থাকেন। তাঁর একমাত্র ভাই থাকেন বিদেশে।
নটর ডেম কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, গত মঙ্গলবার তিনি কলেজে যাননি। তাঁর ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এরপর কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান করতে পারেনি। পরে বুধবার অধ্যক্ষের সহকারী জনি চার্লসকে লিপিকার পুরান ঢাকার বাসায় পাঠান। বাড়িটির একজন তত্ত্বাবধায়ককে নিয়ে চতুর্থ তলায় গিয়ে তাঁর দরজা লক পান। পরে তত্ত্বাবধায়কের কাছে থাকা চাবি দিয়ে ফ্ল্যাটের দরজার তালা খোলা হয়। তাঁরা প্রবেশ করে দেখেন লিপিকার নিথর দেহ খাটের ওপর পরে আছেন। ফ্ল্যাটের একটি ভেন্টিলেটর ভাঙা। তাঁরা বিষয়টি কলেজ কর্তৃপক্ষ ও আত্মীয় স্বজনদের জানান।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশকেও জানায়। পুলিশ গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করে।
তাঁর ব্যবহৃত ব্যাগ এবং মোবাইল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
ওসি সাইফুল ইসলাম আরও বলেন, লিপিকা যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িতে কোনো নিরাপত্তাকর্মী ছিল না। প্রধান ফটকে তালা থাকলেও প্রত্যেক ভাড়াটিয়ার কাছে একটি করে চাবি দেওয়া রয়েছে। তাঁরা যে যাঁর মতো করে ফটকের তালা খুলে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার লিপিকার পরিচিত কেউ তাঁর সঙ্গে বাসায় আসে। তারাই হয়তো এই নারীকে খুন করে পালিয়ে যায়।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১ ঘণ্টা আগেমাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৯ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৯ ঘণ্টা আগে